সকল মেনু

ঝিনাইদহ জেলাসদরে ২ কিলোমিটার রাস্থায় তাল বীজ রোপন ও ভিত্তিপ্রস্থর উদ্বোধন

 সিরাজুল ইসলাম মল্লিক(ঝিনাইদহ):  শনিবার সকালে ঝিনাইদহ ফুরসন্ধি  ইউনিয়নের মিয়াকুন্ডু প্রাথমিক বিদ্যালয়ের রাস্তা থেকে প্রায় ২  কিলোমিটার রাস্তায় তাল বীজ রোপন ও ভিত্তিপ্রস্থর উদ্বোধন করা হয়।  প্রধান অতিথি হিসেবে তাল বীজ রোপন ও ভিত্তিপ্রস্থর উদ্বোধন করেন  জেলা প্রশাসক মোঃ শফিকুল ইসলাম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার জুলকার নায়ন, নারকেলবাড়িয়া  আমেনা খাতুন ডিগ্রি কলেজের অধ্যক্ষ আমিনুর রহমান টুকু,সদর উপজেলা  কৃষিকর্মকর্তা ড:খাঁন মো: মনিরুজ্জামান। জেলা প্রশাসক মোঃ শফিকুল  ইসলামের উদ্দোগে ফুরসন্ধি ইউনিয়নের চেয়ারম্যান মো: শহিদুল ইসলাম  শিকদারের আয়োজনে ২০০০ তাল বীজ কড়াইতলা থেকে ইউনিয়নের প্রায় ২ কিলোমিটার রাস্থায় রোপন করা হবে।এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত  ছিলেন ইউপি সচিব আবুল কাসেম, সমাজ সেবক ইউপি মেম্বর শেখ আশরাফুল আলম,ইসরাইল বিশ্বাস,মোস্তাফিজুর রহমান খাঁন,অশশ্নি  কুমার মন্ডল,বাদশা জোয়ার্দ্দার,মফিজ বিশ্বাস,ময়নুদ্দিন মন্ডল,মাছুদুর রহমান  শেখ,শওকত আলী মাষ্টার,ওমর আলী,প্রভাষক সাজ্জাদুল ইসলাম, মিয়াকুন্ডু  প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী প্রদীপ কুমার সরকার,ছাব্দুল  মন্ডল,রুপবান মেম্বর,কুদ্দুস  মোল্লা ,মোশাররফ হোসেন বিশ্বাস,ইউপি মেম্বরগনসহ স্থানীয় গন্যমান্যব্যাক্তিবর্গ প্রমূখ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top