সকল মেনু

বিরোধীদল বর্তমান সরকারের উন্নয়ন দেখে দিশেহারা-রেলমন্ত্রী

 এস,এন,ইউসুফ,চট্টগ্রাম:  রেলমন্ত্রী মুজিবুল হক এমপি বলেন, বর্তমান সরকারের  মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে  দেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে তা কেউ থামিয়ে  রাখতে পারবেনা। আওয়ামীলীগই পারে দেশকে এগিয়ে নিতে  অন্যেরা নয় যার প্রমাণ দেশের ব্যাপক উন্নয়নের মাঝে ফুটে  উঠেছে। বর্তমান সরকারের উন্নয়ন দেখে বিরোধীদল দিশেহার  হয়ে পড়েছে। তার বর্তমান সরকার আর আর সরকারের  বিভিন্ন বিষয় নিয়ে এখনো ষড়যন্ত্র করে বেড়াচ্ছে তাদের  এসব ষড়যন্ত্র কোন কাজে আসবেনা।  বাংলার মানুষ উন্নয়নে বিশ্বাসী লুটপাটে বিশ্বাসী  নয়। তাই বর্তমান সরকারের উন্নয়নের ধারাবাহিকতাকে  অব্যাহত রাখতে সকলকে ঐক্যবদ্ধ থেকে সরকার কে  সহযোগিতা করুন। তাহলেই আমাদের দেশটি বঙ্গবন্ধুর  সেই খুুধা, দারিদ্র মুক্ত সুখি সমৃদ ডিজিটাল সোনার  বাংলায় পরিণত হবে।  উন্নয়ন কে ব্যাহত করেতে আজ দেশে নৈরাজ্য চলছে  মানুষ হত্যা চলছে। নৈরাজ্যবাদীরা আবারো মানুষ হত্যা করে  আওয়ামীলীগের উন্নয়নকে দামা চাপা দিতে চাচ্ছে। যা  আজ দেশ বাসী বুঝেফেলেছে। আওয়ামীলীগ জনগনের ভোট  নিয়ে জনগনের সাথে বেঈমানী কারে না। তিনি আজ ১৬ নভেম্বর শনিবার চট্টগ্রামে রেলের  বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর প্রশিক্ষণ সমাপ্তি অনুষ্ঠানে প্রধান অতিথির
বক্তব্যে এসব কথা বলেন। মন্ত্রী রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যদের উদ্দেশ্যে বলেন,  বর্তমান সরকার রেলের উন্নয়নে মহাপরিকল্পনা হাতে  নিয়েছে। ৩৮টি প্রকল্পের মাধ্যমে তা আজ দেশের বিভিন্ন  ষ্টেশন ও রেললাইন নির্মানের মাধ্যমে দেশবাসী প্রত্যক্ষ  করছে। রেল একটি সাশ্রয়ী ও নিরাপদ যোগাযোগ ব্যবস্থা
তাই রেলের সকল যাত্রীদের নিরাপত্তার দায়িত্ব একজন রেলওয়ের  নিরাপত্তা বাহিনীর সদস্য হিসেবে আপনাদের সকলের।  দেশকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে আপনার অতন্দ্রপহরীর ন্যায়  কাজ করে যাবেন এটাই আমার প্রত্যাশা। দেশের বিরাজমান  পরিস্থিতিতে রেলের সকল যাত্রীদের সার্বিক নিরাপত্তা এবং বাংলাদেশ রেলওয়েকে রক্ষার দায়িত্ব পালনে রেলওয়ে নিরাপত্তা  বাহিনীর সকল কর্মকর্তা ও সদস্যদেরকে সবসময় সজাগ  থাকতে হবে।   মন্ত্রী সকাল ১১টায় চট্টগ্রামে পৌছে খুল্শীস্থ রেলওয়ে  নিরাপত্তা বাহিনীর ৪৮তম ব্যাচে নিয়োগ প্রাপ্ত এস  আই, এ এস আই ও সদস্যদের প্রশিক্ষণ সমাপ্তি অনুষ্ঠানে  কুচকাওয়াজ পরিদর্শন করে এবং প্রশিক্ষনার্থীদের মাঝে  পুরষ্কার বিতরণ করেন। পরে চট্টগ্রাম রেলওয়ের প্রধান  কার্যালয়ে(সিআরবি) চট্টগ্রাম থেকে আশুগঞ্জ পর্যন্ত  ক্ষয়ে যাওয়া রেললাইনের পূর্ণস্থাপন কাজের একটি চুক্তি  স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পরে বিকাল  ৩ টায় কালুরঘাট দ্বিতীয় রেল ব্রীজ নির্মাণ কাজের  পরিদর্শন করেন এবং পরে জানালী হাট স্টেশন চত্বরে জানালী  হাট স্টেশন বিল্ডিং পূণঃনির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন  শেষে স্থানীয় ১৪দল কর্তৃক আয়োজিত এক জনসভায়
প্রধান অতিথির বক্তব্য রাখেন। জাতীয় সমাজ তান্ত্রিক  দল(জাসদ) এর সহ-সভাপতি ইন্দু নন্দন দত্তের সভাপতিত্বে  এসময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন,চট্টগ্রাম-৭ আসনের  সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা মইন উদ্দীন খান বাদল, সাবেক  মেয়র বীরমুক্তিযোদ্ধা মহানগর আওয়ামীলীগের সভাপতি
এ বি এম মহিদ্দীন চৌধুরী, রেলপথ মন্ত্রনালয়ের ভারপ্রাপ্ত  সচিব আবুল কালাম আজাদ, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক  মোঃ আবু  তাহের, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগে সভাপতি মোসলেম উদ্দীন আহমেদ, চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এম রেজাউল করিম চৌধুরী প্রমূখ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top