সকল মেনু

বাগেরহাট সদর হাসপাতালের মেডিসিন ওর্যাডের ষ্টোরে আগুন;১ রোগীর মৃত্যু

 বাগেরহাট প্রতিনিধি:  বাগেরহাটের সদর হাসপাতালের মেডিসিন ওয়ার্ডের ষ্টোর রুমে শনিবার সকাল ৬ টার দিকে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকান্ডের সময়ে মেডিসিন  ওর্যাডে দোতালায় থাকা হার্টের রোগি মো. আতিয়ার রহমান মোল্লা (৫৫)  রোগী দোতলা থেকে তাড়াহুড়া করে নমতে গিয়ে পড়ে মারা যান। আতিয়ার রহমান  বাগেরহাট সদর উপজেলার শিংডাই গ্রামের মৃত মেহের উদ্দিনের ছেলে। আগুনে  মেডিসিন ওয়ার্ডের অভ্যন্তরের ছোট ষ্টোর রুমে রাখা কয়েকটি ফোমবেড ও  আসবাবপত্র পুড়ে যায়। এদিকে এই অগ্নিকান্ডের ঘটনায় সদর হাসপাতালের  আরএমও ডা. মো. মঈন উদ্দিন মোল্লাকে প্রধান করে ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন  করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হল- ডা. এমদাদুল হক, ডা. মাহাবুবুল ইসলাম ও  ডা. বিদ্যুৎ কান্তি পাল।  বাগেরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেস বাগেহাটের স্টেশন অফিসার জয়নাল আবেদিন তিতান জানান, সকাল ৭ টার দিকে হাসপাতালের স্টোরে আগুল লাগার খবর  পেয়ে সেখানে য়ান। তবে ফায়ার সার্ভিসের দল পৌছানোর আগেই হাসপাতালও রোগিদের লোকজন আগুন নিভিয়ে ফেলে। মশার কয়েল অথবা বিডি সিগারেটের  আগুন থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে তারা প্রাথমিক ভাবে ধারণা করছেন।  সদর হাসপাতালের আরএমও মোঃ মঈন উদ্দিন মোল্লা জানান কিভাবে আাগুন লেগেছে  তা তদন্ত করা হচ্ছে। অসুস্ত আতিয়ার হার্টের রোগি তিনি বেশ অসুস্থ ছিলেন  বলে দাবী করেছেন। আগুনের সাথে তার মৃত্যুর কোন সর্ম্পক্য নেই । নিহত আতিয়ারের স্ত্রী আনোয়ার বেগম জানান, শনিবার সকালে দোতালায়  আগুন লাগলে রোগিরা উগ্বিন্ন হয়ে ছুটাছুটি করতে থাকেন। এসময়ে তিনি  আতিয়ারকে সাথে নিয়ে দোতালা থেকে নামতে গিয়ে পড়ে গিয়ে মারা যান।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top