সকল মেনু

ভারতরত্নে ভূষিত হলেন শচীন টেন্ডুলকার

হটনিউজ স্পোর্টস ডেস্ক:  ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে অবসর গ্রহণের কয়েক মিনিট পর ভারতের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা ভারতরত্নে ভূষিত হলেন ক্রিকেট ঈশ্বর শচীন টেন্ডুলকার। শনিবার ভারতের প্রধানমন্ত্রীর দফতরর থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দেয়া হয়। ক্যারিয়ারের ২০০তম টেস্ট খেলে ফেলা এই লিটল মাস্টার নিজের মাকে ভারতরত্ন উপাধী উৎসর্গ করেন। ভারতের মহারাষ্ট্র প্রদেশ থেকে মাত্র সপ্তম ব্যক্তি হিসেবে এই সম্মাননা পেলেন শচীন। তার আগে এই প্রদেশ থেকে ধন্দ কার্বে, পাদুরাং কেনে, ভিনোবা ভাবে, বিআর অম্বেদকর, লতা মঙ্গেশকর ও ভীমসেন যোশী ভারতরত্নে ভূষিত হন। শচীনকে ভারতরত্ন সম্মাননা দেয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে সে দেশের সুধীজনেরা। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ভারতের কিংবদন্তি সঙ্গীত শিল্পী লতা মঙ্গেশকর জানিয়েছেন, শচীন আরো আগেই এর প্রাপ্য ছিল। উল্লেখ্য, লতা মঙ্গেশকর ২০০১ সালে ভারতরত্ন উপাধী পান।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top