সকল মেনু

আশুলিয়ায় পোশাক শ্রমিকদের কর্মবিরতি

 জেলা প্রতিবেদক, সাভার, ১৬ নভেম্বর: টানা কয়েকদিন অসন্তোষ বিরাজ করার পর আজ শনিবার তুলনামূলক শান্ত রয়েছে আশুলিয়া শিল্পাঞ্চল। অধিকাংশ কারখানায় শ্রমিকরা সকালে কাজে যোগ দিলেও বেতন ভাতা বৃদ্ধির দাবিতে শিল্পাঞ্চলের ৩টি কারখানায় কর্মবিরতি করে বিক্ষোভ করে শ্রমিকরা। আশুলিয়া শিল্প-পুলিশের উপপরিচালক এএসপি জহিরুল ইসলাম জানান, নরসিংহপুর এলাকার ডেকো গার্মেন্টস ও জামগড়া এলাকার দি রোজ ড্রেসেস লি. নামক দু’টি পোশাক কারখানার শ্রমিকরা সকালে কাজে যোগ না দিয়ে বিক্ষোভ করে। একপর্যায়ে তারা কারখানা থেকে বের হয়ে নিজ নিজ বাড়ি চলে যায়। অন্যদিকে নরসিংহপুর এলাকার শারমিন গ্রুপের শ্রমিকরা দাবি আদায়ের লক্ষ্যে কর্মবিরতি পালন করছে বলেও জানিয়েছেন তিনি। পরিস্থিতি স্বাভাবিক রাখতে শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top