সকল মেনু

কুড়িগ্রামে ২ কোটি টাকার ব্রিজ নির্মাণের কাজ উদ্বোধন

ডাঃ জি.এম ক্যাপ্টেন, কুড়িগ্রাম প্রতিনিধি:  কুড়িগ্রামে ২ কোটি টাকার ব্রিজ নির্মাণের কাজ উদ্বোধন  হয়েছে। এই ব্রিজটির নির্মাণ কাজ সম্পন্ন হলে সুফল পাবে  প্রায় ৭০ হাজার চরাঞ্চলের মানুষ।  ১৫ নভেম্বর দুপুর ২টায় কুড়িগ্রাম শহরের ভেলাকোপায় এই  ব্রিজ নির্মাণের কাজ উদ্বোধন করা হয়। কাজের উদ্বোধন করেন- কুড়িগ্রাম পৌর মেয়র নূর ইসলাম নুরু। এ সময় উপস্থিত ছিলেন- জেলা বিএনপির কোষাধ্যক্ষ কফিল উদ্দিন আহম্মেদ, ঠিকাদার জামিল,  কুড়িগ্রাম পৌরসভার সহকারী প্রকৌশলী আব্দুল আউয়াল,  টএওওচ-৩ প্রকল্পের উপ-সহকারী প্রকৌশলী আব্দুল মালেক বকসী,  পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী মোঃ মাহমুদুন্নবী, প্রকল্পের  কনসালট্যান্ট ইঞ্জিনিয়ার মোঃ রেজাউল করিম, ঠিকাদার আরিফুর  রহমান আরিফ, পৌর কাউন্সিলর রফিকুল ইসলাম দুলাল, সার্ভেয়ার  তাজুল ইসলাম খন্দকার প্রমূখ।  উল্লে খ্য, ব্রিজটির প্রাক্কলিত ব্যয় নির্ধারণ করা হয়েছে প্রায়  ১ কোটি টাকা। ব্রিজের পশ্চিম এবং পূর্ব প্রান্তসহ ১১’শ   মিটার রাস্তা এবং একটি কালভার্টসহ মোট ২ কোটি টাকা প্রাক্কলিত ব্যয় নির্ধারণ করা হয়েছে। ২০ মিটার দীর্ঘ এবং ২০ ফুট প্রস্থের এই ব্রিজটির নির্মাণ কাজ সম্পন্ন হলে কুড়িগ্রাম সদরসহ উলিপুর উপজেলার চরাঞ্চলের প্রায় ৭০ হাজার মানুষ এর সুফল ভোগ করবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top