সকল মেনু

সংঘাতের ভয় দেখিয়ে গণতন্ত্রের পথ থেকে বিচ্যুত করা যাবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব বার্তা পরিবেশক, চাঁদপুর:   আর সমোঝোতার কোন সুয়োগ  নেই বিরোধী দলীয় নেত্রীর এমন বক্তব্যে জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন  খান আলমগীর বলেছেন, তিনি (খালেদা) তথাকথিত সংঘাতের কথা বলে, এই  কথা প্রমাণিত করেছেন গণতন্ত্রে তার কোনো বিশ্বাস নেই। সংঘাতের ভয়  দেখিয়ে আওয়ামী লীগকে গণতন্ত্রের পথ থেকে বিচ্যুত করা যাবে না। মন্ত্রী

বলেন, যারা গণতন্ত্র বিশ্বাস করে, তারা সংলাপে বিশ্বাস করে, আলোচনায়  বিশ্বাস করে। মন্ত্রী শুক্রবার দুপুরে তার নিজের নির্বাচনী এলাকা চাঁদপুরের কচুয়া  উপজেলায় পরিষদ মিলনায়তনে দুস্থদের মধ্যে ত্রানের ঢেউ টিন ও হুইল চেয়ার  বিতরন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। আগামী রোববার তারেক রহমানের বিরুদ্ধে বিচারের রায় ঘোষণা প্রসঙ্গে  মন্ত্রী বলেন, কোনো ব্যক্তি বিশেষকে সাজা দেয়ার দায়িত্ব ও এখতিয়ার  সংশ্লিষ্ট আদালতের। কোনো ব্যক্তি বিশেষ আত্মীয়তার ভিত্তিতে ও তার পুত্র  কিংবা স্বজন কাউকে শাস্তি দেয়া যাবে না, তাহলে তারা আইনের শাসন  বিশ্বাস করেন না। তারা মনে করেন, তারা আইনের শাসনের ঊর্ধ্বে। যারা এই  কথা করেন, তারা গণতান্ত্রিক বাংলাদেশে বাস করার কোনো অধিকার নেই।

এ সময় চাঁদপুরের জেলা প্রশাসক ইহমাইল হোসেন, কচুয়া উপজেলা  চেয়ারম্যান আইয়ুব আলী পাটওয়ারী, ভাইস চেয়ারম্যান সোহরাব হোসেন

প্রমূখ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top