সকল মেনু

বাঁচানো গেলো না মন্টুকেও

Montu-Pal20131115093208.jpg.pagespeed.ce.3mwk0FOMnL নিজস্ব প্রতিবেদক, ঢাকা, ১৫ নভেম্বর:  টানা ৫ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে সাঙ্গ হলো অগ্নিদগ্ধ মন্টু পালের দুর্বিসহ যন্ত্রনার। আজ শুক্রবার সকাল পৌণে ৮ টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ইউনিটের নিবিড় পরিচর্যাকেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ‍তিনি। বিরোধী জোটের টানা ৮৪ ঘণ্টা হরতালের প্রথম দিন ১০ নভেম্বর লেগুনায় হরতাল সমর্থকদের দেয়া আগুনে দগ্ধ হন তিনি। মন্টু পাল স্বর্ণ ব্যবসায়ী ছিলেন। ওইদিন রাতে কাজ শেষে তিনি পুরান ঢাকা থেকে  লেগুনা করে নারায়ণগঞ্জ যাচ্ছিলেন। লক্ষ্মীবাজারে পৌঁছালে হরতালের সমর্থনকারীরা যাত্রীবাহী লেগুনায় পেট্রলবোমা ছোড়ে। এতে মন্টু পালসহ আরও চারজন দগ্ধ হন। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে ভর্তি হন মন্টু পাল। আগুনে তার শরীরের ৯০ শতাংশ পুড়ে যায়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top