সকল মেনু

লালমনিরহাটে যাত্রীবাহী বাস খাদে, চালক-হেলপার নিহত

xbus-0120131114023954.jpg.pagespeed.ic.Er_LP-DTiH জেলা প্রতিবেদক, লালমনিরহাট, ১৪ নভেম্বর :  রংপুর-কুড়িগ্রামগামী মহাসড়কের ফকিরের তকেয়া জোড়াবান্ধা ব্রিজ নামক স্থানে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের নিচে খাদে পড়ে চালক ও হেলপার নিহত হয়েছেন। নিহতরা হলেন- চালক ঝন্টু মিয়া (৪৩) ও হেলপার সবুজ আলী (৩১)। উভয়ের বাড়ি রংপুর শহরে বলে পুলিশ নিশ্চিত করেছে। বুধবার রাত সাড়ে ৮টার দিকে ওই দুর্ঘটনা ঘটে। লালমনিরহাট সদর থানার উপ-পরিদর্শক(এসআই) লেবু মিয়া জানান, আকবর পরিবহনের একটি যাত্রীবাহী বাস কয়েকজন যাত্রী নিয়ে রংপুর থেকে কুড়িগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যায়। পথে লালমনিরহাটের সদর উপজেলার বাইপাস সড়কের জোড়াবান্ধা ব্রিজ নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের নিচে খাদে পড়ে গেলে ওই বাসের চালক ও হেলপার ঘটনাস্থলেই নিহত হন। এতে আহত হয়েছেন আরো ৫ জন। আহতদের লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) জমির উদ্দিন সরকার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, লাশ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।  এ ব্যাপারে ইউডি মামলা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top