সকল মেনু

আজ শ্রীলঙ্কা যাচ্ছেন প্রধানমন্ত্রী

hasina1_5597 নিজস্ব  প্রতিবেদক, ঢাকা, ১৪ নভেম্বর :  কমনওয়েলথ শীর্ষ সম্মেলনে যোগ দিতে দুদিনের সফরে  আজ বৃহস্পতিবার শ্রীলঙ্কা যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকা থেকে বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে দুপুরে কলম্বোর পথে রওনা হবেন শেখ হাসিনা। বিকালে সেখানে পৌঁছবেন তিনি। সরকারের একটি সূত্র তার এই সফরের বিষয়টি নিশ্চিত করেছে। কমনওয়েলথভুক্ত দেশগুলোর সরকার প্রধানদের এই সম্মেলনে যোগ দেয়ার সময় নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জন কি, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাহিন্দ্রা রাজাপাকসের সঙ্গে বৈঠক করবেন শেখ হাসিনা। ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং এই সম্মেলনে যোগ দিচ্ছেন না। সম্মেলনে দেশটির প্রতিনিধি পররাষ্ট্রমন্ত্রী সালমান খুরশীদের সঙ্গেও বৈঠক হবে শেখ হাসিনার। এই সফরে প্রধানমন্ত্রী কলম্বোর তাজ সমুদ্র হোটেলে থাকবেন। সফরের প্রথম দিনেই তার সঙ্গে দেখা করবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। পরদিন সকালে সরকার প্রধানদের বৈঠকের উদ্বোধনী অধিবেশনে যোগ দেবেন শেখ হাসিনা। দুপুরে সরকার প্রধানদের সম্মানে কমনওয়েলথ মহাসচিবের দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। রাতে তিনি দেশের পথে রওনা হবেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top