সকল মেনু

কুড়িগ্রামে ১৪৪ধারা জারির মধ্যদিয়ে পালিত হচ্ছে

Kurigram Picture-01 ডাঃ জি এম ক্যাপ্টেন, কুড়িগ্রাম প্রতিনিধিঃ  নিরপেক্ষ সরকারের মাধ্যমে আগামী জাতীয় সংসদ নির্বাচনের দাবি , বিএনপির স্থায়ী কমিটির ৩ জন সদস্য সহ জাতীয় নেতৃবৃন্দকে গ্রেফতারের প্রতিবাদে ১৮ দলের ডাকা ৮৪ ঘন্টার হরতালের ৩য় দিন কুড়িগ্রামে পিকেটিং, টায়ারে আগুন, মিছিল ও  সড়ক অবরোধের মধ্যদিয়ে পালিত হচ্ছে। হরতালে সকাল থেকেই ১৮ দলের নেতাকর্মীরা শহরের বিসিক মোড়, ধরলা সেতু মোড়, মৎস্য অফিসের সামনে সহ ভোগডাঙ্গায় টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে সকল প্রকার যানবাহন চলাচলে বাধা দেয়। অপরদিকে জেলার ফুলবাড়ী উপজেলার খড়িবাড়ীতে একই সময় হরতালের পক্ষে এবং বিপক্ষে মিছিল সমাবেশ আহবান করায় প্রশাসনের পক্ষ থেকে ১৪৪ ধারা জারি করা হয়। এ ঘটনায় সেখানে থম থমে পরিস্থিতি বিরাজ করছে। হরতালে জেলার অধিকাংশ দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। অফিস আদালত, স্কুল কলেজ খোলা থাকলেও উপস্থিতি ছিল অত্যন্ত কম। দূর পাল্লার কোন যানবাহন ছেড়ে যায়নি অন্যদিকে অভ্যন্তরিন রুটে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ রয়েছে। হরতালে সহিংসতার কোন খবর পাওয়া যায়নি। হরতালের সমর্থনে সকালে জিয়া বাজার থেকে যুবদল, বাজার থেকে পৌর বিএনপি, দাদা মোড় থেকে স্বেচ্ছা সেবক দল, ঘোষপাড়া থেকে ছাত্রদল ডায়াবেটিক মোড় থেকে মুক্তি যুদ্ধের প্রজন্ম  মিছিল করে জেলা বিএনপি কার্যালয়ে পৌছে। পরে সকাল ১১টায় সেখান থেকে ১৮ দলের বিশাল বিক্ষোভ মিছিল সারা শহর প্রদক্ষিণ করে। এ সময় মিছিলে কুড়িগ্রাম জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আবু বকর সিদ্দিক, সহসভাপতি মোস্তাফিজুর রহমান, আলহাজ^ আব্দুল আজিজ, সফিকুল ইসলাম বেবু, সহিরুজ্জামান সাজু, সিনিয়র যুগ্ম সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদ, যুগ্ম সম্পাদক হাসিবুর রহমান, এস এম আশরাফুল হক রুবেল, থানা বিএনপি সম্পাদক জহুরুল আলম, জাসাস সভাপতি আলতাফ হোসেন, জামায়াতে ইসলামির সূরা সদস্য মাওলানা নিজাম উদ্দিন, মাওলানা আব্দুস সবুর সহ ১৮ দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top