সকল মেনু

৩য় দিনে মৌলভীবাজারে নজির বিহীনভাবে পালিত,২ পিকেটার আটক

Hortal pic এম শাহজাহান আহমদ,মৌলভীবাজার:  নির্দলীয় ও নিরপেক্ষ তত্বাবধায়ক সরকার পূর্ণবহাল এবং গ্রেফতারকৃত জাতীয় নেতৃবৃন্দের মুক্তির দাবীতে ১৮ দলীয় জোটের ডাকা টানা ৮৪ ঘন্টার হরতালের ২য় দিন মৌলভীবাজারে নজির বিহীনভাবে পালিত হয়েছে। শিবির ও যুবদলের পিকেটিং কালে ২ পিকেটারকে আটক করছে পুলিশ। তবে তাদের নাম জানা যায়নি। সোমবার ভোর ৬টা থেকে শহরের চাদনীঘাট বাস স্ট্যন্ড, এ বি কমিউনিটি সেন্টার, শমসের নগর রোড, কলেজ গেট, ওয়াপদা সড়ক, মোকাম বাজার, জুগিডর, সরকার বাজার, সিরামপুর, শেরপুরসহ বিভিন্ন পয়েন্টে ১৮ দলীয় জোটের নেতা কর্মীদের ব্যাপক উপস্থিতিতে পিকেটিং ও মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে জনগণের সাড়া ছিলো প্রচুর। রাস্থায় চলার পথে কিংবা খন্ড মিছিলে পিকেটারদের জনগণ হাততালি দিয়ে সমর্থন জানায়। বিভিন্ন পয়েন্টের স্বতস্ফুর্ত এ মিছিলে নেতৃত্ব দেন, চাদনীঘটে আব্দুর রহিম আনসার, ইকবাল আহমেদ, আব্দুল্লাহ আল মাহমুদ, ইসমাঈল হোসেন, মুজিবুর রহমান মজনু, মোবারক হোসেন, শেখ শামীম জাফর, আব্দুল করিম ইমানী। শমসের নগর রোডে নেতৃত্ব দেন আব্দুল মুকিত, ইন্জিনিয়ার এম শাহেদ আলী, আলাউদ্দিন শাহ, মতিন বকস, হেলু মিয়া, হাফেজ তাজুল ইসলাম, খালেদ সাইফুল্লাহ, মিজানুর রহমান নিজাম, সাদিক আ্হমদ। কলেজ গেটে উপস্থিত ছিলেন মৌলভী আব্দুল ওয়ালী সিদ্দিকী, আলহাজ্জ ইউসূফ আলী, মাওঃ শাহ মাশুকুর রশীদ, আহমদ ফারুক, শাহ মাহমুদুর রশীদ, আব্দুল মুমিত, আলী সব্দর খান বাবর, শ্রমিক নেতা হারুন আহমদ। ওয়াপদা পয়েন্টে ছিলেন এডঃ আনোয়ার আক্তার চৌধুরী,  নজমুল হোসেন, দেলওয়ার হোসেন জয়নুল, সৈয়দ ফয়সল আহমদ, আজিম উদ্দিন, আবু নোমান মুয়িন, আনোয়ার হোসেন। জুগিডর পয়েন্টে ছিলেন ইয়ামীর আলী, ফখরুল ইসলাম, মুক্তার হোসেন, ফরহাদ রশীদ, আব্দুল মজিদ খান, আলহাজ আতিকুল ওয়াহেদ, আব্দুল মুহিত, শফিকুর রহমান, শাহীন আহমদ, সোলেমান আহমদ, ডা: পরিতোস দাস গুপ্ত, আব্দুল হাই পিপলু, তানভীর আহমদ । মোকাম বাজার পয়েন্টে সাজ্জাদুর রহমান, শিমুল আহমদ। সরকার বাজারে মাওলানা আব্দুল হেকিম, আব্দুর রহমান, মামুন আহমদ। শেরপুর পয়েন্টে সিরাজুল ইসলাম, আলম মিয়া, রুহিন আহমদ, রুমান আহমদ, সালেহ আহমদ, ফখরুল ইসলাম, জিল্লুর রহমান প্রমুখ। প্রতিটি স্পটে খন্ড খন্ড মিছিল ও পিকেটিং শেষে বিকাল ৪ টায় চৌমুহনা পয়েন্টে সমাবেশে মিলিত হয়। সমাবেশ শেষে হরতালের সমর্থনে সম্মিলিত মিছিল কুসুমবাগ পয়েন্টে গিয়ে শেষ হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top