সকল মেনু

শিমুল বিশ্বাসকে গ্রেফতারের প্রতিবাদে উত্তরাঞ্চলে পরিবহন ধর্মঘট

index বগুড়া আফিস:  আগামী বৃহস্পতিবার  রাজশাহী ও রংপুর দুই বিভাগে পরিবহন ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। বাংলাদেশ  সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন’র নির্দেশে  রাজশাহী বিভাগীয় আঞ্চলিক কমিটি এই দুই বিভাগে  কর্মসূচি  গ্রহণ করে। বৃহস্পতিবার সকাল ৬ টা থেকে সন্ধ্যা ৬ পর্যন্ত ১২ ঘন্টা ধর্মঘট চলবে। ধর্মঘট চলাকালে বাস -ট্রাকসহ সকল প্রকার ভারী যাবাহন বন্ধ থাকবে। শ্রমিক নেতারা জানান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী ও পরিবহন নেতা অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাসকে আগামীকাল বুধবারের মধ্যে মুক্তি দেওয়া না হলে বৃহস্পতিবার সকাল -সন্ধ্যা ধর্মঘট চলবে।  উল্লেখ্য, গত শুক্রবার রাতে বিএনপি চেয়ারপারসন বেগম  খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয় থেকে বের হওয়ার পর  আইন শৃংখলা বাহিনী সদস্যরা শিমুল বিশ্বাসকে গ্রেফতার করে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন রাজশাহী বিভাগীয় আঞ্চলিক কমিটির সভাপতি ও বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল লতিফ ম-ল উপরোক্ত তথ্য নিশ্চিত করেন।  তিনি বলেন, শিমুল বিশ্বাসকে গ্রেফতারের পর থেকেই মুক্তি দাবি করে আসছিল শ্রমিক সংগঠনগুলো। কেন্দ্রীয় নেতাদের ঘোষণার পর রাজশাহী ও রংপুর বিভাগের শ্রমিক নেতারা এ সিদ্ধান্ত গ্রহণ করেছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top