সকল মেনু

প্রধানমন্ত্রী আজ খাগড়াছড়ি যাবেন

Untitled-123420131110230108.jpg.pagespeed.ce._sqXHjntbO জেলা প্রতিবেদক, খাগড়াছড়ি, ১১ নভেম্বর :  প্রধানমন্ত্রী শেখ হাসিনা খাগড়াছড়িতে আসছেন আগামীকাল সোমবার। প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে ব্যাপক প্রস্তুতিসহ দলীয় নেতা-কর্মীদের প্রাণ চাঞ্চল্য ও ব্যস্ততম সময় কাটাতে দেখা গেছে। নতুন রূপে সাজতে শুরু করেছে খাগড়াছড়ি পৌর শহরের রাস্তাঘাট, ব্রিজসহ প্রতিটি স্থাপনা। পৌর শহরের মূল কেন্দ্রে অবস্থিত শাপলা চত্বরের শাপলা ফুল এক নয়াভিরাম দৃশ্য ধারণ করেছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে নির্মিত হচ্ছে তোরণ। সফরকালে তিনি বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধন করবেন। এছাড়াও তিনি  খাগড়াছড়ি জেলা অওয়ামী লীগ আয়োজিত জনসভায় ভাষণ দেবেন।  খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সভাপতি খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা জানান, বর্তমান সরকারের আমলে খাগড়াছড়িতে প্রায় ৭শ কোটি টাকার উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হয়েছে। প্রধানমন্ত্রীর সফরকালীন আরো ৩২০ কোটি টাকার উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা সর্বশেষ গত ১৯৯৮ সালের ১০ জানুয়ারি খাগড়াছড়ি স্টেডিয়ামে তৎকালীন শান্তিবাহিনীর অস্ত্রসমর্পণ অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন । এরপর তিনি আর খাগড়াছড়িতে আসেননি । তাই এবার প্রধানমন্ত্রীর খাগড়াছড়ি সফর অধিক গুরুত্বপূর্ণ বলে মনে করছেন অনেকেই।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top