সকল মেনু

মঠবাড়িয়ায় দুই ব্যবসা প্রতিষ্ঠান থেকে ২৩৫ লিটার স্পিরিট জব্দ, গ্রেপ্তার ২

handcuffs_9098_0মঠবাড়িয়া প্রতিনিধি:  পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় লাইসেন্স ছাড়া ডিনেচার্ড (মেথিলেটেড) স্পিরিট বিক্রির অভিযোগে দুই ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। গতকাল শনিবার দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দুই কর্মকর্তা বাদী হয়ে স্থানীয় থানায় মামলা দুইটি করেন। এসময় ওই দুই ব্যবসা প্রতিষ্ঠান থেকে ২৩৫ লিটার ডিনেচার্ড স্পিরিট জব্দ করা হয় এবং দুই জনকে গ্রেপ্তার করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পিরোজপুর কার্যালয়ের পরিদর্শক সামসুল আলম জানান, মঠবাড়িয়া পৌরশহরে অভিযান চালিয়ে খাজা হার্ডওয়ার থেকে ২১০ লিটার ও চায়না হার্ডওয়ার থেকে ২৫ লিটার স্পিরিট জব্দ করা হয়। ওই দুই ব্যবসাপ্রতিষ্ঠান লাইসেন্স ছাড়া স্পিরিট বিক্রি করায় তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। খাজা হার্ডওয়ারের বিরুদ্ধে মামলার বাদী উপপরিদর্শক কমল কৃষ্ণ বিশ্বাস ও চায়না হার্ডওয়ারের বিরুদ্ধে মামলার বাদী পরিদর্শক সামসুল আলম।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top