সকল মেনু

ফরিদপুর মেডিকেলে ইন্টার্নি ডাক্তারদের কর্মবিরতি

Kormobiroti20131110160720.jpg.pagespeed.ce.Ez6xR9120r জেলা প্রতিবেদক, ফরিদপুর, ১০ নভেম্বর:  ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্নি ডা. ফরিদউদ্দিনকে লাঞ্ছিত করার প্রতিবাদে রোববার বেলা ১১টা থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছে ইন্টার্নি চিকিৎকরা। শুক্রবার একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ডা. ফরিদউদ্দিনকে শারীরিকভাবে লাঞ্ছিত করে স্থানীয়রা। এ ঘটনার প্রতিবাদে শনিবার দোষী ব্যক্তিকে গ্রেপ্তারের দাবিতে ২৪ ঘন্টার আল্টিমেটাম দেয় তারা। পুলিশ রোববার সকাল পর্যন্ত দোষীকে গ্রেপ্তার না করার প্রতিবাদে আজ থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করে। লাঞ্ছিত চিকিৎসক ডা. ফরিদ উদ্দিন জানান, শুক্রবার রাতে এক প্রভাবশালী রোগীর স্বজনরা হাসপাতালের জরুরি বিভাগের মধ্যে মটরসাইকেল রাখে। তাকে বাধা দিলে ওই ব্যাক্তি বাইরে থেকে আরো ৪/৫ জনকে ডেকে এনে আমাকে লাঞ্ছিত করে।

এর প্রতিবাতে রোববার বেলা ১১ টা থেকে হাসপাতাল ক্যাম্পাসে ইন্টার্নি চিকিৎসকেরা অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে।

ফরিদপুর সদর সার্কেল (এএসপি) কামরুজ্জামান জানান, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। অপরাধী দ্রুতই ধরা পড়বে ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top