সকল মেনু

রাজনৈতিক অস্থিরতায় বেড়েছে মূল্যস্ফীতি

x288983f7fbc7f82583efaf79ff8f486320131110144336.jpg.pagespeed.ic.lV4nwOvhmw অর্থনৈতিক প্রতিবেদক, ঢাকা, ১০ নভেম্বর :  রাজনৈতিক অস্থিরতায় চলতি বছরের সেপ্টেম্বরের তুলনায় অক্টোবরে মাসে খাদ্যে মূল্যস্ফীতি বেড়েছে। এ মাসে পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে (মাসওয়ারি) খাদ্য খাতে মূল্যস্ফীতি বাড়েছে শূণ্য দশমিক ৪৫ শতাংশ। রোববার রাজধানীর আগারগাঁও পরিসংসখ্যান ভবনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ব্যুরোর মহাপরিচালক গোলাম মোস্তফা কামাল। এ সময় তিনি জানান, রাজনৈতিক অস্থিরতায় মূল্যস্ফীতি খানিকটা বেড়েছে। হরতালে পরিবহন চলে না। সে কারণে খাদ্যসহ অন্যান্য পণ্য পরিবহনে সমস্যা হয়। ভাড়াও দ্বিগুণ বেড়ে যায়। ফলে অক্টোবর মাসে মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৮ দশমিক ৩৮ শতাংশ।  সেপ্টেম্বরে এই হার ৭ দশমিক ৯৩ শতাংশ । গোলাম মোস্তফা কামাল জানান, সেপ্টেম্বরে সার্বিক মূল্যস্ফীতি যেখানে ৭ দশমিক ১৩ শতাংশ ছিল, অক্টোবরে তা ৭ দশমিক ০৩ শতাংশ হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top