সকল মেনু

যারা হরতালের নামে মানুষ খুন করে আলোচনায় তাদের উদ্বুদ্ধ করতে পারি না- স্বরাষ্ট্রমন্ত্রী

মহীউদ্দিন খান আলমগীর_2973 নিজস্ব বার্তা পরিবেশক, চাঁদপুর:  যারা হরতালের নামে মানুষ খুন করে সংলাপ বা আলোচনার জন্যে তাদেও উদ্বুদ্ধ করতে পারি না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দিন খান আলমগীর। তিনি শনিবার সন্ধ্যায় চাঁদপুরের কচুয়া উপজেলার মাঝিগাছ উচ্চ বিদ্যালয় মাঠে জনসভায় প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন। তিনি বলেন, ১৮ দলের পক্ষ থেকে হরতাল ডাকা হয়েছে নাশকতামূলক কাজে উস্কানী দেয়ার জন্য। তথাকাথিত হরতালের নামে চোরাগুপ্তা হামলায় যে ১৮ন লোক মারা গেছেন তাদের দায় তাদের নিতে হবে। হত্যা ও বিশৃংখলার দায়ে তাদের বিরুদ্ধে দেশের প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। মন্ত্রী আরো বলেন, কোনো দূর্বৃত্ত বা খুনীকে ক্ষমা করে আমরা কোনো আলোচনায় উদ্বুদ্ধ করতে পারি না। এতোদসত্ত্বেও বিএনপি কিংবা যে কোনো গোষ্টির তরফ থেকে নির্বাচন সম্পর্কে সংবিধান অনুযায়ী যথাযথ পদক্ষেপ নেয়ার জন্যে বিস্তৃতভাবে যদি পদ্ধতি সর্ম্পকিত ্কোনো আলোচনা হয়, সে আলোচনাকে আমরা স্বাগত জানাচ্ছি।  হরতালে পুলিশের নীরব ভূমিকা প্রসঙ্গে মন্ত্রী বলেন, এর কোনো সত্যতা নেই। আমরা সকল সহিংসতার বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নিচ্ছি। এবং যারা এ সহিংসতার সাথে সম্পৃক্ত তাদেরকে গ্রেফতার করে বিচারে সোপর্দ করছি। এসময় উপস্থিত ছিলেন, চাঁদপুরের পুলিশ সুপার মো. আমির জাফর, উপজেলা চেয়াম্যান আইয়ুব আলী পাটওয়ারী, ভাইস-চেয়ারম্যান সোহরাব হোসেন সোহাগ উপজেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী  সালমা শহীদ প্রমূখ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top