কুমিল্লা প্রতিনিধি, ৯ নভেম্বর: বিএনপির স্থায়ী কমিটির সদস্য এমকে আনোয়ার এমপিকে গ্রেফতারের প্রতিবাদে শনিবার তার সংসদীয় এলাকা কুমিল্লার হোমনা ও তিতাস উপজেলায় সকাল- সন্ধ্যা হরতাল ডেকেছে কুমিল্লা উত্তর জেলা বিএনপি। কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান জানান, এম কে আনোয়ারকে গ্রেফতারের প্রতিবাদে এবং মুক্তির দাবিতে এ হরতাল ডাকা হয়েছে। এদিকে শুক্রবার রাতে হোমনা বিএনপি উপজেলা সদরে বিক্ষোভ মিছিল করেছে।
