সকল মেনু

‘যারা নির্বাচনে অংশ নিবে না, তারা দেশের শত্রু, গণতন্ত্রের শত্রু ও সংবিধানের শত্রু :স্বরাষ্ট্রমন্ত্রী

Mohiuddin-Khan-Alamgir6 নিজস্ব বার্তা পরিবেশক, চাঁদপুর:   ‘যারা নির্বাচনে অংশ নিবে না, তারা দেশের শত্রু, গণতন্ত্রের শত্রু ও সংবিধানের শত্রু’ বলে আখ্যায়িত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর। তিনি বলেন,  গণতান্ত্রিক নির্বাচনের মৌল শক্তি হলো সংবিধান। সংবিধানে সুস্পষ্টভাবে বলা হয়েছে, নির্দিষ্ট তারিখের মধ্যে নির্বাচন করতে হবে। ৫ বছর শেষে সংবিধানের যেই বিধান বা অনুজ্ঞা আছে সেই অনুযায়ীই যথাসময়ে নির্বাচনে অনুষ্ঠিত হবে। কোনো ব্যক্তি বিশেষ, গোষ্ঠী বিশেষ যদি নির্বাচনে অংশগ্রহণ না করেন, এটা তার ইচ্ছা। কিন্তু নির্বাচনে বাধা দেয়ার জন্য কোনো গোষ্ঠী বিশেষ কোনো রাজনৈতিক দল যদি কোনো পদক্ষেপ নেয় তাহলে তাদেরকে গণতন্ত্রের শত্রু, দেশের শত্রু ও সংবিধান লংঘনকারী বিবেচনা করে তাদের বিরুদ্ধে সর্বাত্মক ব্যবস্থা নেয়া হবে। মন্ত্রী শুক্রবার দুপুরে চাঁদপুরের কচুয়া উপজেলায় বিভিন্ন অনুষ্ঠান যোগ দিতে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top