সকল মেনু

কাল পদত্যাগপত্র জমা দেবেন সুরঞ্জিত সেনগুপ্ত

suronjit-0120131108175522.jpg.pagespeed.ce.qm4D_DVxQp নিজস্ব প্রতিবেদক, ঢাকা, ৮ নভেম্বর :  আগামীকাল শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর পদত্যাগপত্র জমা দেবেন দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত।  শুক্রবার রাজধানীর সেগুনবাগিচায় খাজা নিজামুদ্দিন মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা জানান। সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ‘প্রধানমন্ত্রী ঘোষিত সর্বদলীয় সরকার গঠনে সহায়তা করতেই পর্যায়ক্রমে সব মন্ত্রীরাই পদত্যাগ করবেন। এরই অংশ হিসেবে আমি পদত্যাগপত্র জমা দেব।’ তিনি বলেন, ‘বিরোধী দল কোন কোন মন্ত্রণালয় চায় সেটা সর্বদলীয় সরকার গঠনের আগেই বলতে হবে। তা না হলে তাদের আর অন্তর্ভুক্ত করা সম্ভব হবে না।’ গত বুধবার রাতে প্রথম পদত্যাগপত্র জমা দেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এ বি তাজুল ইসলাম। দুই-এক দিনের মধ্যে দেবেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top