সকল মেনু

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট

xDhaka-Chitttagong20131108100508.jpg.pagespeed.ic.NeIEOlSJdi জেলা প্রতিবেদক, কুমিল্লা, ৮ নভেম্বর:  ট্রাক বিকল হয়ে পড়ায় ও অতিরিক্ত যানবাহনের চাপে কুমিল্লার দাউদকান্দি থেকে ময়নামতীর নাজিরাবাজার পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে করে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বৃহস্পতিবার রাত দুইটার দিকে চান্দিনা উপজেলার নাওতলা নামক এলাকায় ঢাকাগামী একটি ট্রাক বিকল হয়ে পড়লে যানজটের সূত্রপাত হয়। হাইওয়ে পুলিশ জানিয়েছে, আধা ঘণ্টার মধ্যে বিকল ট্রাকটি সরিয়ে নেয়া হলেও এরই মধ্যে মহাসড়কের দাউদকান্দির গৌরীপুর থেকে চান্দিনার মাধাইয়া পর্যন্ত তীব্র যানজট সৃষ্টি হয়। আজ রাজধানীতে পরিবহন ধর্মঘট থাকায় কোনো বাস ছেড়ে না গেলে গতকাল রাতে ছেড়ে যাওয়া বাস, ট্রাক ও কাভার্ডভ্যানগুলো এখনো যানজটে আটকা পড়ে আছে।তবে যানবাহনগুলো থেমে থেমে চলতে শুরু করলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানজটে আটকে পড়া যানবাহনের সারি আরও দীর্ঘ হতে থাকে। এদিকে আজ প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা থাকায় যানজটে আটকা পড়েছেন পরীক্ষার্থীরা। সময় মতো কেন্দ্রে পৌঁছে পরীক্ষায় বসতে পারবেন কি না এ নিয়ে উদ্বিগ্ন তারা। ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশের সার্জেন্ট মো. হাসান বলেন,  আধা ঘণ্টার মধ্যে বিকল ট্রাকটি সরিয়ে নেয়া হলেও তিনদিন হরতালের পর অতিরিক্ত  যানবাহনের চাপে এ যানজটের সৃষ্টি হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top