সকল মেনু

হতাহতের ঘটনায় যোগাযোগ মন্ত্রনালয় গঠিত তদন্তদল কলাপাড়ায়

brid2.thumbnail নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ০৭ নভেম্বর:  কলাপাড়ায় নির্মাণাধীন শেখ জামাল সেতুর গার্ডার প্রতিস্থাপনকালে গার্ডার চাপায় যাত্রীবাহি বাস বিধ্বস্ত হয়ে দুই যাত্রীসহ ৬জন হতাহতের ঘটনায় যোগাযোগ মন্ত্রণালয়ের গঠিত উচ্চ পর্যায়ের একটি তদন্ত কমিটি বৃহস্পতিবার দুর্ঘটনাস্থল পরিদর্শণ করেছেন। তদন্ত কমিটির প্রধান সওজের খুলনা অঞ্চলের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোহম্মাদ আলী,  সদস্য ঢাকা জোনের তত্ত্ববধায়ক প্রকৌশলী মো: মতিয়ার রহমান ও নির্বাহী প্রকৌশলী শাহদাৎ হোসেন দূর্ঘটনা ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন সওজের বরিশাল অঞ্চলের অতিরিক্ত প্রাধান প্রকৌশলী তাপস কুমার পাল, পটুয়াখালীর নির্বাহী প্রকৌশলী কমলেন্দু মজুমদার। এই কমিটির প্রধান অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোহম্মাদ আলী জানান, তদন্ত  চলছে । যত তাড়াতড়ি সম্ভব প্রতিবেদন দাখিল করা হবে। তিনি আরো জানান, এঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহন করা হবে। অপর দিকে পটুয়াখালী জেলা প্রশাসন  গঠিত তদন্ত কমিটির তদন্ত  কমিটির  প্রধান  অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)  অমল কৃষ্ণ মন্ডল  জানান, তদন্ত সম্পন্ন করা হয়েছে। দুই এক দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করা হবে। উল্লেখ্য গত ২ নবেম্বর সেতুর গার্ডারটি নিচে পড়ে অপেক্ষমাণ বিআরটিসির যাত্রীবাহি বাসটি বিধ্বস্ত হয়। এতে দুই যাত্রী মারা যায়। আহত হয় চারজন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top