সকল মেনু

রংপুরে যুবদল সভাপতি ও সম্পাদকসহ ১৫০ জনের বিরুদ্ধে মামলা

mamla 12320130729070002_5705 রংপুর অফিস:  রংপুরে পুলিশের গাড়ি লক্ষ্য করে ককটেল নিক্ষেপের ঘটনায় যুবদল সভাপতি ও সম্পাদকসহ ৪৬ জনের নাম উল্লেখ্য করে ১৫০ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার কোতয়ালি থানার এসআই ফেরদৌস ওয়াহিদ বাদি হয়ে বিস্ফোরক আইনে এ মামলা করেন। কোতয়ালি থানার ওসি শাহাবুদ্দিন খলিফা জানান, বিএনপিসহ ১৮ দলের ডাকা তিনদিনের হরতালের শেষ দিনে বুধবার যুবদলের মিছিল থেকে রংপুর নগরীর সিটি বাজারের সামনে পুলিশের টহল গাড়ি লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করা হয়। এতে কনসটেবল নাজমুল ইসলাম আহত হন। পরে পুলিশ বাদি হয়ে জেলা যুবদলের সভাপতি রইচ আহমেদ, সাধারন সম্পাদক আনিছুল ইসলাম লাকু, সহ-সভাপতি তারেক হাসানসহ দেড়শ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে। মামলার পর থেকেই পুলিশ বিভিন্নস্থানে অভিযান শুরু করে, তবে এখনও কাউকে গ্রেফতার করতে পারেননি। এদিকে, মামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন জেলা বিএনপির আহবায়ক মোজাফ্ফর হোসেন ও যুবদল সভাপতি রইচ আহমেদ। তারা বলেন, অবিলম্বে যদি মামলা প্রত্যাহার করা না হয় তবে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top