সকল মেনু

কুয়েটে অনশন চলছে : ৭ জন অসুস্থ্য

index এম এইচ হোসেন, খুলনা থেকে ::  শিক্ষকরা সাজাপ্রাপ্ত শিক্ষার্থীদের নিয়ে ক্লাস নিতে অস্বীকৃতি জানানোর ঘটনাকে কেন্দ্র করে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) সিভিল বিভাগের শিক্ষার্থীদের আমরন অনশন চলছে। টানা ৫দিনের অনশন চলাকালে বৃহস্পতিবার আরও ৭ জন শিক্ষার্থী অসুস্থ্য হয়ে পড়েছে। এর আগে বুধবার অনশন চলাকালে আরও ৪ জন অসুস্থ্য হয়েছিল। ক্ষুব্ধ শিক্ষার্থীরা বর্তমানে প্রশাসনিক ভবন ও সিভিল বিভাগে তালা লাগিয়ে অনশন অব্যহত রেখেছেন। কুয়েট উপাচার্যের অদুরদর্শীতা ও শিক্ষকদের পক্ষে অবস্থান নেয়ার কারণে সমসা ক্রমেই জটিল হয়ে উঠছে। বৃহস্পতিবার অসুস্ত্য হয়ে পড়াদের মধ্যে রয়েছেন : আকাশ, শুভ, ইমরান, জুবায়ের, মানিক, রাহুল ও রিজন। ইতোপূর্বে অপরাধ করার কারণে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ১৫ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে সাজা দেয়। এর পর বিষয়টি নিয়ে শিক্ষার্থী আদালতের স্মরণাপন্ন হয়। আদালত তাদের ক্লাস করার অনুমতি দেয়। এরপর ওই শিক্ষার্থীরা ক্লাসে গেলে কুয়েট শিক্ষকরা সিবিল বিভাগের ক্লাস নিতে অপরাগতা প্রকাশ করেন। এরপর ৩ নভেম্বর থেকে শিক্ষার্থীরা অনশন কর্মসূচি পালন শুরু করে। তাদের অনশনে ক্যাম্পাসের প্রশাসনিক কার্যক্রম সম্পূর্ণ অচল হয়ে পড়েছে। কুয়েটের উপাচার্য প্রফেসর ড. মোঃ আলমগীর জানান, সংকট নিরসনে আলোচনা চলছে। শিগগিরই এর অবসান হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top