সকল মেনু

আলোচনার প্রস্তাব দিয়ে আল্টিমেটাম পেয়েছি-প্রধানমন্ত্রী

হাসিনা20131107165930 নিজস্ব প্রতিবেদক, ঢাকা, ৭ নভেম্বর :  প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আলোচনার প্রস্তাব দিয়ে আল্টিমেটাম পেয়েছি। শুধু তাই নয়, বিরোধী দলীয় নেত্রী আল্টিমেটামের সঙ্গে বিভিন্ন হুমকি-ধামকিও দিয়েছেন। বৃহস্পতিবার বিকেলে কেরাণীগঞ্জের কদমতলী নূর ইসলাম কমান্ডার চত্বরে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়াকে আবার আলোচনার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ধ্বংসের পথ ত্যাগ করে আলোচনায় বসে বলুন আপনারা কী চান। আপনারা যত চেষ্টাই করুন না কেন যুদ্ধাপরাধীদের বিচার ঠেকাতে পারবেন না। এ রায় কার্যকর হবেই। তাই যুদ্ধাপরাধীদের রক্ষার পথ ত্যাগ করে আলোচনায় বসুন। কৃষকদের উন্নয়নে চিত্র তুলে ধরে তিনি বলেন, এখন কৃষকরা মাত্র ১০ টাকায় অ্যাকাউন্ট খুলতে পারেন। বিভিন্ন ব্যাংকে কৃষকদের জন্য কৃষিঋণ সহজলভ্য করে যুগান্তকারী পদক্ষেপ নেয়া হয়েছে। তিনি জনগণের স্বাস্থ্যসেবা উন্নয়নের কথা উল্লেখ করে বলেন, প্রতিটি ইউনিয়নে কমিউনিটি হাসপাতাল খুলে গ্রামীণ মানুষের বিনামূল্যে চিকিৎসা ওষুধ সরবরাহ করা হচ্ছে। এ ছাড়াও প্রতিটি ইউনিয়নে তথ্যসেবা কেন্দ্র চালু করে গ্রামীণ মানুষের কম্পিউটার শিক্ষা এবং তথ্যপ্রযুক্তির ক্ষেত্রে মানুষের মান জউন্নয়ন করা হয়েছে। শেখ হাসিনা আরও বলেন, ‘বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়া তার ছেলেকে দিয়ে অর্থ পাচার করিয়েছেন। আর সেই অর্থ বর্তমান সরকার ফেরত এনেছে আরও আনবে।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top