সকল মেনু

ময়মনসিংহে জাসদ অফিসে অগ্নিসংযোগ

 xmymensingh----20131106093536.jpg.pagespeed.ic.jkkSCPEtUNজেলা প্রতিবেদক, ময়মনসিংহ, ৬ নভেম্বর:  বিক্ষিপ্ত সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের মধ্যদিয়ে ১৮ দলের ডাকা টানা তিন দিনের হরতাল চলছে ময়মনসিংহে। হরতালের তৃতীয় দিন সকালে একদল দুস্কৃতকারী জেলা জাসদ অফিসে অগ্নিসংযোগ করে। সাধারন মানুষদের সহযোগিতায় আগুন নেভানো হয়। জেলা জাসদ সাধারন সম্পাদক এডভোকেট সাদিক হোসেন এ ঘটনায় জামায়াত শিবিরকে দায়ি করছেন। শহরের ট্রাফিক মোড় থেকে বিএনপি ও এর অংগসংগঠন একটি মিছিল বের করে। মিছিলটি পুলিশের বাধায় পড়ে সামনে যেতে পারেনি। পরে হরতাল সমর্থকরা ঐ এলাকায় পিকেটিং করে। কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে একটি অটোরিক্সা ভাঙচুর করে পিকেটাররা। পরে ট্রায়ারে আগুন দিয়ে সড়কে অবরোধ করা হয়। স্ট্রাইকিং ফোর্স আসলে হরতাল সমর্থকদের স্থান ত্যাগ করতে দেখা গেছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top