সকল মেনু

তারেককে ফিরাতে যুক্তরাজ্যে গ্রেপ্তারি পরোয়ানা

xtareq-rahman20131106091853.jpg.pagespeed.ic.ij7Yficv11 নিজস্ব প্রতিবেদক, ঢাকা, ৬ নভেম্বর:  প্রধান বিরোধী দল বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে যুক্তরাজ্যের লন্ডনে গ্রেপ্তারি পরোয়ানা পাঠিয়েছে বাংলাদেশ সরকার। বুধবার একটি জাতীয় দৈনিকে এই খবর প্রকাশ হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে উদ্ধ্বৃত করে প্রকাশিত এই খবরে বলা হয়েছে, বেশ কিছু মামলার আসামী তারেক রহমানকে বাংলাদেশের কাছে ফিরিয়ে দিতে গত মঙ্গলবার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক অধিশাখা থেকে চিঠির মাধ্যমে যুক্তরাজ্যের সরকারের কাছে অনুরোধ জানানো হয়েছে।

অনুরোধে বলা হয়েছে, ঘুষের অর্থ লেনদেনের মামলার আসামী তারেক রহমানের বিরুদ্ধে আদালতের ইস্যু করা গ্রেপ্তারি পরোয়ানাটি ঢাকার জাতীয় অপরাধ প্রতিহত কমিটি থেকে যুক্তরাজ্যের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি) তে পাঠানো হয়েছে। আসামিকে দেশে ফিরিয়ে আনতে কূটনৈতিকভাবে ব্রিটিশ সরকারকে অনুরোধ করা হলো।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top