সকল মেনু

হরতালের ২য় দিনে বগুড়ায় সবকিছু স্থবির

xHortal----20131105093658.jpg.pagespeed.ic.keaxKdWujs বগুড়া অফিস ০৫-১১-১৩ :  ১৮ দলের ডাকা ৬০ ঘন্টা হরতালের দ্বিতীয় দিনে বগুড়ায় বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে হরতাল পালিত হচ্ছে। আজ মঙ্গলবার সকাল থেকে বগুড়ায় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটেছে। তবে এসব ঘটনায় কেউ হতাহত হয়নি।তবে হরতালে জনজীবন স্থবির হয়ে পড়েছে। কোন ধরনের যানবাহন চলছে না। শহরের গলিপথে মানুষ পায়ে হেঁটে চলাচল করছে। সবধরনের ব্যবসায় প্রতিষ্ঠান , দোকান পাট  বন্ধ রয়েছে। রাজপথে শুধু হরতালের সমর্থনে মিছিল,পিকেটিং , সমাবেশ দেখা যাচ্ছে। হরতাল সমর্থকদের ওপর পুলিশ রাবার বুলেট ,টিয়ার শেল নিক্ষেপ করে ট্রেন চলাচল স্বাভাবিক করেছে। সকাল সাড়ে ৮টায় বগুড়া ষ্টেশনে সান্তাহার থেকে লালমনিরহাটগামী একটি ট্রেন পৌঁছলে ৪০-৫০জন হরতাল সমর্থক রেললাইন অবরোধ করে। এসময় রেল পুলিশ তাদের সরাতে ব্যর্থ হয়। তখন সদর থানা থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে অবরোধকারীদের উপর রাবার বুলেট ,টিয়ার শেল নিক্ষেপ করলে পাল্টা ১০-১২টি ককটেল বিষ্ফোরন ঘটায়। এসময় পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। তখন অবরোধকারীরা পিছু হটলে সকাল ৯টায় ট্রেনটি গন্তব্যের দিকে যায়। রেলওয়ে ষ্টেশনের পুলিশ ফাড়ি ইনচার্জ বিমল কুমার রায় জানান , ট্রেন অবরোধকারীদের সরাতে না পারলে থানা পুলিশ ডাকা হয়। সদর থানার ওসি সৈয়দ শহিদ আলম জানান , অবরোধ তুলতে রাবার বুলেট এবং টিয়ার শেল ব্যবহার করা হয়েছে।  এ ছাড়া অন্যান্য উপজেলায় সর্বাতœক হরতাল পালিত হচ্ছে। আজ বিকেল আড়াইটায় হরতালের সমর্থনে সাতমাথায় সমাবেশ করবে ১৮ দল। হরতালের সমর্থনে শহরের বিভিন্ন মোড়ে মিছিল সমাবেশ করেছে ১৮ দলের নেতাকর্মীর । ধুনট উপজেলা সদরের বিভিন্ন রাস্তায় মিছিল ও পিকেটিং করে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা।

 

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top