সকল মেনু

আজ পিলখানা হত্যা মামলার রায়

xBDR-0220131105012733.jpg.pagespeed.ic.jgK6Gejkae নিজস্ব প্রতিবেদক, ঢাকা, ৫ নভেম্বর :  পিলখানা হত্যা মামলার রায় আজ মঙ্গলবার। বখশীবাজারে স্থাপিত অস্থায়ী বিশেষ জজ আদালতে ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ ড. আখতারুজ্জামান এ রায় ঘোষণা করবেন। রায়কে কেন্দ্র করে অস্থায়ী বিশেষ আদালতের নিরাপত্তা জোর করা হয়েছে। এর পাশাপাশি কারাগারে বিডিআর জওয়ানদের ওপর বিশেষ নজরদারি করা হচ্ছে। আদালত প্রাঙ্গণের প্রতিটি প্রবেশ দ্বারে বসানো হয়েছে আর্চওয়ে। এর আগে শুধু আদালতে প্রবেশ পথে একটি আর্চওয়ে ছিল। ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি তত্কালীন বিডিআর সদর দফতর পিলখানায় নির্মম ও নৃশংস হত্যাযজ্ঞ চালায় বিদ্রোহী বিডিআর সদস্যরা। এতে বিডিআরের তত্কালীন মহাপরিচালক মেজর জেনারের শাকিল আহমেদসহ ৫৭ সেনা কর্মকর্তা নিহত হন। এছাড়াও বিডিআর ও বেসামরিক আরও ১৭ ব্যক্তি নিহত হন। ২০১১ সালের পাঁচ জানুয়ারি এ মামলার বিচার কার্যক্রম শুরু হয়। মামলায় আসামির সংখ্যা ৮৫০ জন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top