সকল মেনু

হিন্দু সম্প্রদায়ের ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবি জানালেন আইনজীবীরা

handcuffs_9098_0 আদালত প্রতিবেদক:  পাবনার সাঁথিয়া উপজেলার বনগ্রামের হিন্দু সম্প্রদায়ের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন আইনজীবীরা। গতকাল ঢাকা আইনজীবীর সদস্যরা ঢাকার জজ আদালত প্রাঙ্গনে বাংলাদেশ যুব আইনজীবী সংঘ আয়োজিত প্রতিবাদ সমাবেশে এ দাবি জানানো হয়। আইনজীবীরা বলেন, ‘পাবনার সাঁথিয়া উপজেলার বনগ্রামে হিন্দু সম্প্রদায়ের ওপর যারা হামলা চালিয়েছে তাদের গ্রেফতার করুন। গ্রেফতার না করা হলে জনগণ রাস্তায় নেমে আসবে। হিন্দুদের ওপর যারা হামলা করেছে তাদের খুঁজে বের করুন। ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করে এসব সন্ত্রাসীদের বিচারের মুখোমুখি করুন। এরআগে রামুতে বৌদ্ধ মন্দির পুড়িয়েছে সন্ত্রাসীরা। এরা জাতির শত্রু। হিন্দুসহ সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা করে সন্ত্রাসীরা দেশে ত্রাসের রাজত্ব কায়েম করেছে। যারা এসব হামলা করে তাদের বিচার হয় না। যে কারণে বছরের পর বছর এসব সন্ত্রাসীরা হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা করে আসছে। আমরা আর কতকাল এসব সন্ত্রাসীদের হাতে জিম্মি থাকব। হামলাকারী সন্ত্রাসীরা যে দলেরই হোক না কেন তাদের গ্রেফতার করুন।’গত শনিবার পাবনার সাঁথিয়া উপজেলার বনগ্রাম বাজারে গুজব ছড়িয়ে পড়ে। এ গুজবের পরিপ্রেক্ষিতে সন্ত্রাসীরা হিন্দু সম্প্রদায়ের ২০ থেকে ২৫টি বাড়ি ও দুটি মন্দির ভাংচুর এবং অগ্নিসংযোগ করে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top