সকল মেনু

হরতালে ভাংচুর ও চারটি অটোরিকসা এবং মোটর সাইকেলে অগ্নিসংযোগ, ১৪ জন গ্রেফতার

Gazipur-26 রংপুর অফিস:  ভাংচুর, অগ্নিসংযোগ আর গ্রেফতারের মধ্যদিয়ে রংপুরে ১৮ দলের ডাকা হরতালের প্রথম দিন পালিত হয়েছে। হরতালে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি। কোতয়ালি থানার ওসি শাহাবুদ্দিন খলিফা জানান, হরতালে নগরীর বিভিন্নস্থানে পিকেটাররা ১৫টি যানবাহন ভাংচুর ও চারটি অটোরিকসা এবং তিনটি মোটর সাইকেলে অগ্নিসংযোগ করে। এসময় জামায়াত-শিবির ও বিএনপির ১৪ কর্মীকে গ্রেফতার করে। এরা হলো সাইদুল ইসলাম, রুহুল আমিন, আবু তাহের, রাজা মিয়া, আবু বক্কর, হাফিজুর রহমান, মুরাদ মিয়া, শাহজালাল, আমিনুল ইসলাম, সিদ্দিকুর রহমান, মুন্না, আমজাদ হোসেন, রাজা মিয়া ও বাহাদুর। ভাংচুর, অগ্নিসংযোগ ও পিকেটিংয়ের অভিযোগে তাদের গ্রেফতার করা হয়। এদিকে, হরতালের সমর্থনে বিএনপি ও অঙ্গ সংগঠন দলীয় কার্যালয় থেকে মিছিল নিয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর পায়রা চত্বরে সমাবেশে বক্তব্য রাখেন বিএনপিনেতা মোজাফ্ফর হোসেন, সামসুজ্জামান , রইচ আহমেদ, শহিদুল ইসলাম, আনিছুল ইসলাম লাকু প্রমুখ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top