সকল মেনু

চুয়াডাঙ্গায় হরতালকারীদের সড়ক অবরোধ-মিছিল;বিজিবি মোতায়েন

Chuadanga  Pic--( Hortal--Road-Straike)=চুয়াডাঙ্গা  প্রতিনিধি:  ১৮ দলের ডাকা হরতালে চুয়াডাঙ্গায় সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল  করেছে হরকালকারীরা। সকাল ১১টায় বিএনপি জেলা কমিটির সভাপতি অহিদুল ইসলাম বিশ্বাস নেতৃত্বাধীন এক মিছিল চুয়াডাঙ্গা শহর প্রদক্ষিণ করে। কেদারগঞ্জের দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয় মিছিল। এদিকে যে কোনো প্রকার নাশকতা ঠেকাতে জেলায় র‌্যাব পুলিশের পাশাপাশি ৩ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে । সোমবার সকাল  ৮ টা থেকে বেলা ১১ টা পর্যন্ত হরতাল সমর্থক বিএনপি ও জামায়াত-শিবিরের কর্মীরা চুয়াডাঙ্গা-জীবননগর-কালিগঞ্জ মহাসড়কের উথলী, সন্তোষপুর মোড়, জীবননগর বাসস্যান্ড, বাঁকা ও বদ্দিনাথপুরে সড়ক অবরোধ করে রাখে। একইভাবে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ মহাসড়কের সরোজগঞ্জ ও বদরগঞ্জে দু’ঘন্টা ধরে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করে ১৮ দলের নেতা-কর্মীরা।  এ ছাড়াও চুয়াডাঙ্গা শহরে, আলমডাঙ্গায়, দামুড়হুদা ও দর্শনায় হরতালের সমর্থনে পিকেটিং ও মিছিল করেছে হরতাল আহবানকারিরা। তবে জেলার কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top