সকল মেনু

নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন

OLYMPUS DIGITAL CAMERA ডাঃ জি এম ক্যাপ্টেন, কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ  কুড়িগ্রাম সদর হাসপাতালকে ১০০ শয্যা থেকে ২৫০ শয্যায় উন্নীত করণে নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয় সোমবার। স্থানীয় সাংসদ সদস্য মোঃ জাফর আলী এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের সচিব এম এম নিয়াজ উদ্দীন নতুন ৮ তলা ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন। বিশ্ব ব্যাংকের অর্থায়নে গণপূর্ত বিভাগ ৩২ কোটি টাকা ব্যয়ে এ প্রকল্প বাস্তবায়ন করবে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের সচিব এম এম নিয়াজ উদ্দীন বিশেষ অতিথির বক্তব্যে বলেন, বর্তমান সরকার স্বাস্থ্র বান্ধব সরকার। সে কারনে সাধারণ মানুষের দোর গোড়ায় স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে নানা কর্মসুচি হাতে নিয়েছে। তারই ধারা বাহিকতায় কুড়িগ্রাম সদর হাসপাতালকে ২৫০ শয্যায় উন্নীত করণ করা হলো। চলতি অর্থবছরে কুড়িগ্রাম সদও হাসপাতালে ‘আই সি ইউ’ ইউনিট খোলা হবে এবং এর জন্য সকল প্রকার যন্ত্রপাতি সরবরাহ করা হবে। কুড়িগ্রাম নার্সিং ইনিস্টিটিউটকে কলেজে রুপান্তরিত করা, নতুন নার্সিং হোস্টেল নির্মান, ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের জন্য একটি এ্যাম্বুলেন্স, নৌ-পথে রোগী আনা-নেয়ার জন্য একটি স্প্রির্ড বোর্ড, ইপিআই ভবন নির্মান, নাগেশ্বরীতে প্যারামেডিক্স ট্রেনিং ইস্টিটিউট বাস্তবায়নের ঘোষনাদেন। রংপুর স্বাস্থ্য বিভাগের পরিচালক ডাঃ শাহাদত হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা প্রশাসক এ বি এম আজাদ, সিভিল সার্জন ডাঃ লোকমান হাকিম, জেলা আওয়ামীলীগের সভাপতি আমিনুল ইসলাম মন্ডল, ডাঃ ওমর আলী, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আহসান হাবীব নীলু প্রমুখ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রতি অনুযায়ী কুড়িগ্রাম সদর হাসপাতালকে ২৫০ শয্যায় উন্নীত করণ প্রকল্পটি বাস্তবায়ন হতে যাচ্ছে। এ প্রকল্প বাস্তবায়ন হলে জেলার ২১ লাখ মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত হবে। প্রধান অতিথি মোঃ জাফর আলী এমপি বলেন, প্রধান মন্ত্রী শেখ হাসিনা যে ৮টি প্রতিশ্রুতি দিয়েছিলেন তার সবকটি বাস্তবায়িত হলো  কুড়িগ্রাম সদর হাসপাতালকে ২৫০ শয্যায় উন্নীত করণের মধ্র দিয়ে। কাজেই স্বাস্থ্য খাতসহ কুড়িগ্রামের সার্বিক উন্নয়ন চাইলে আর একবার দরকার শেখ হাসিনার সরকার।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top