সকল মেনু

নির্বাচনে সেনাবাহিনী থাকবে

EC-Office220131104155507.jpg.pagespeed.ce.JpXnMGWlZC আছাদুজ্জামান, ঢাকা, ৪ নভেম্বর:  দশম জাতীয় সংসদ নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন করা হবে। এলিট ফোর্স হিসেবে মাঠে থাকবে তারা। জানিয়েছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ শাহনেওয়াজ। দুপুরে সাংবাদিকদের তিনি জানান, আইন-শৃংখলা রক্ষায় প্রয়োজন হলে এলিট ফোর্স হিসেবে সেনাবাহিনী মোতায়েন থাকবে। এজন্যে রাষ্ট্রপতির কাছে আবেদন করবে কমিশন। তবে কবে নাগাদ সেনাবাহিনী মাঠে নামানো হবে সে বিষয়ে কোন কিছু চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন তিনি। শাহ নেওয়াজ জানান, গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ বলে আইন-শৃংখলা রক্ষাকারীবাহিনীর সংখ্যা অনুযায়ী কমিশন পুরোপুরি ব্যবহার করবে। কারণ আইন-শৃংঙ্খলা রক্ষায় অন্য যেসব বাহিনী রয়েছে, সেসব দিয়ে সারা দেশের ভোট কেন্দ্রের নিরাপত্তা দেওয়া অনেকটা অসম্ভব। এজন্য এলিট ফোর্স হিসেবে সেনাবাহিনী চাওয়া হচ্ছে।  শাহনেওয়াজ বলেন, নির্বাচনকালীন আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর যে সংজ্ঞা গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশে দেওয়া আছে তাতে সেনাবাহিনীকে অন্তর্ভুক্ত রাখা হয়নি। কিন্তু অধ্যাদেশ মতে, অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে কমিশন যা চাইবে তাই দিতে হবে। তিনি জানান, জাতীয় নির্বাচন একটি মহাযজ্ঞ। তাই তাড়াহুড়ো করে কিছু করা হবেনা। যখন যা প্রয়োজন, তখনই তা করা হবে। কোন কিছু ফেলে রাখা হবেনা। সব কাজ নির্বাচনের অনেক আগেই সময় হাতে রেখে সম্পন্ন করা হবে। যথেষ্ট সময় হাতে রেখে নির্বাচনী তফসিল ঘোষণা করা হবে বলেও জানিয়েছেন কমিশনার শাহ নেওয়াজ। তিনি বলেন, কমিশন একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত করতে বদ্ধপরিকর। তিনি আশা করেন, যতগুলো নিবন্ধিত রাজনৈতিক দল আছে, তার সবগুলোই নির্বাচনে অংশ নেবে। যেসব বিষয় নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য রয়েছে, সেসব বিষয়ে সমঝোতা হবে বলেও তার বিশ্বাস।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top