সকল মেনু

১৫ দিনের মধ্যে সর্বদলীয় সরকার

Cabinet-2220131104174408.jpg.pagespeed.ce.PCgikazdW9 নিজস্ব প্রতিবেদক, ঢাকা, ৪ নভেম্বর:  আগামী ১৫ দিনের মধ্যে নির্বাচনকালীন সর্বদলীয় সরকার গঠনের প্রস্তুতি নিতে মন্ত্রীদের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি নির্বাচনের সময় বিরোধীদলের সম্ভাব্য বিশৃংখলা থেকে মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের সতর্ক থাকারও নির্দেশ দেন তিনি। সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে দেশের সার্বিক পরিস্থিতি, নির্বাচনকালীন সরকার গঠনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। সভা শেষে একাধিক মন্ত্রী সাংবাদিকদের জানান, এই সরকার গঠনের আগেই বর্তমান মন্ত্রিসভার সদস্যরা পদত্যাগ করবেন। এরপর গঠন হবে সর্বদলীয় সরকার। সভা সূত্রগুলো আরও জানায়, নির্বাচিত প্রতিনিধিরা এ সরকারের সদস্য হবেন। বিএনপি নির্বাচনে এলে কাঠামো বাড়বে সর্বদলীয় সরকারের। সর্বদলীয় সরকারে নতুন মুখের প্রাধান্য থাকবে। নভেম্বরের শেষ দিকে নির্বাচনের তফসিল এবং জানুয়ারির শুরুতে নির্বাচন অনুষ্ঠানের সম্ভাবনার কথাও জানায় সূত্রগুলো। জানা গেছে, সর্বদলীয় সরকারের কাঠামো নিয়ে সুনির্দিষ্টভাবে কোন মন্ত্রী মন্তব্য করতে রাজি হননি। তবে মন্ত্রীরা জানিয়েছেন, এটি নির্ভর করছে প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের ওপর। এ সংখ্যা ১০-২০হবার সম্ভাবনাও রয়েছে। মন্ত্রীরা জানান, সর্বদলীয় সরকার গঠনের আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রপতি আবদুল হামিদ এ্যাডভোকেটের সঙ্গে কথা বলবেন। বিএনপি হত্যা-সন্ত্রাসের মাধ্যমে অস্থিরতা ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা করছে। তারা নির্বাচনে আসবে না। তাই বিএনপির চিন্তা বাদ দিয়েই নির্বাচনের প্রস্তুতি চলছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top