সকল মেনু

এবার বিএনপিকে ছাড় দিতে হবে- জয়

Joy  রিপন হোসেন, যশোর থেকে :  প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, আমরা কোন অনির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দিতে চাই না। নির্বাচিতদের নিয়ে সর্বদলীয় সরকারের অধীনেই আগামী নির্বাচন হবে। অনেক ছাড় দিয়েছি। আর নয়, এবার বিএনপিকে ছাড় দিতে হবে। প্রধানমন্ত্রী বিরোধী দলের নেত্রীকে সংলাপের আমন্ত্রণ জানিয়েছেন। তিনি আমন্ত্রনে না এসে হরতালের নামে দেশে নৈরাজ্য সৃষ্টি করছেন। মানুষ হত্যা করছেন। হরতালের নামে বোমা বাজি করে দেশে অরাজকতা সৃষ্টি করছেন। একাধিক মানুষের প্রান গেছে। তারা মন্ত্রী, এমপি,বিচারপতিদের বাসায় বোমা হামলা করেছে। এটা আর হতে দেওয়া হবে না। সর্বদলীয় সরকারের অধীনে সঠিক সময়ে নির্বাচন হবে। সকল মত পার্থক্য ভুলে তিনি দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ভাবে বিরোধী দলের নৈরাজ্য সৃষ্টির কর্মসূচী প্রতিরোধ করার আহবান জানান। তিনি আজ সন্ধ্যায় যশোর বিমান বন্দরের ভিআইপি লাউঞ্জে বৃহত্তর যশোরের আওয়ামীলীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তৃতায় এ কথা বলেন। তিনি বলেন কোন অনির্বাচিত সরকার যেন ক্ষমতায় আসতে না পারে সে দিকে সকলকে সজাগ দৃষ্টি রাখতে হবে। এসময় বিমান বন্দরের ভিআইপি লাউঞ্জে যশোর জেলা আওয়ামীলীগের সভাপতি আলী রেজা রাজু, সেক্রেটারী শাহীন চাকলাদার বক্তৃতা করেন। সেখানে এমপি খালেদুর রহমান টিটো, খান টিপু সুলতান এমপি,শফিকুল আযম খান চঞ্চল এমপি, আব্দুল মান্নান এমপিসহ যশোর, মাগুরা, ঝিনাইদহ ও নড়াইল জেলা আওয়ামীলীগের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে সজীব ওয়াজেদ জয় বিশাল গাড়ীর বহর নিয়ে খুলনা সার্কিট হাউজ থেকে যশোর বিমান বন্দরে পৌঁছান। এসময় রাস্তার দুই ধারে ব্যানা, ফেস্টুন ও বিভিন্ন শ্লোগান লেখা প্লাকার্ড নিয়ে হাজার হাজার নেতাকর্মী জয়কে দুই হাতে নেড়ে ও ফুলের পাপড়ী ছিটিয়ে অভিনন্দন জানান। জয়ও হাত নেড়ে রাস্তার পাশে অপেক্ষমান নেতাকর্মীদের অভিবাদনের জবাব দেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top