সকল মেনু

কাঁটাতারের বেড়ায় একমাস ধরে অবরুদ্ধ দশটি পরিবার

DSC04992-300x225 copyমুন্সিগঞ্জ সংবাদদাতা:  শ্রীনগর উপজেলার বাড়ৈখালী ইউনিয়ন যুবলীগ সভাপতির কাঁটাতারের বেড়ায় একমাস ধরে অবরুদ্ধ হয়ে আছে দশটি পরিবার। উপজেলার বাড়ৈখালী গ্রামের এসকল পরিবারের প্রায় অর্ধশতাধিক সদস্য অবরুদ্ধ অবস্থায় এক মাস ধরে মানবেতর জীবন যাপন করলেও ঐ যুবলীগ নেতা ও তার সহযোগীদের দাপটে এলাকার কেউ মুখ খুলতে সাহস পাচ্ছেনা। অবরুদ্ধ পরিবারগুলোর এক সদস্য আ: কুদ্দুস (৫৫) জানান, বাড়ির সীমানা নিয়ে বিরোধের জের ধরে প্রতিবেশী ইদ্রিস আলীর ভাগনে বাড়ৈখালী ইউনিয়ন যুবলীগের সভাপতি রনি তার বাহিনী নিয়ে প্রায় এক মাস পূর্বে কাটঁতারের বেড়া দিয়ে দশটি পরিবারের চলাচলের সকল পথ বন্ধ করে দেয়। এতে একমাস ধরে বন্ধ রয়েছে ঐ পরিবার গুলোর স্কুল-কলেজ গামী সাত ছাত্র-ছাত্রীর শিক্ষা গ্রহন। সাকিব হাসান নামে এক জেএসসি ও তরিকুল ইসলাম নামে এক প্রাথমিক সমাপনী পরীক্ষার্থী জানায় ঘন কাটাঁ তাদের বেড়া ফাঁক করে বহু কষ্টে দুই দিন স্কুলে গিয়ে ছিলাম। এই অপরাধে রনির সহযোগী পাভেল আমাদেরকে মারধর করে। এর পর থেকে আমরা আর স্কুলে যেতে পারিনি। তাই আমাদের পরীক্ষায় অংশ নেওয়া অনিশ্চিত হয়ে পরেছে। এক্ষেত্রে স্থানীয় ইউপি চেয়ারম্যানের অনুরোধও কোন কাজে আসছেনা। আশিউর্ধো বৃদ্ধা ইয়ারন নেছা জানান, বেড়া দেওয়ার কারনে এ বছর তার ছেলেরা ঈদের নামাজ পরতে পারেনি। গরু না আনতে পারায় কোরবানিও দেওয়া হয়নি। এত জুলুম আল্লাহও সহ্য করবেনা। হাট বাজার করতে না পারায় অনেক সময় না খেয়েও থাকতে হয় বলে অভিযোগ করেন অবরুদ্ধ আরেক সদস্য ইয়াকুব আলী। গোপনে অন্য প্রতিবেশীদের সাহাজ্যে বাজার আনিয়ে কোন রকমে চলতে হচ্ছে। শনিবার সকালে সরজমিনে গিয়ে দেখা যায় ঐ সকল পরিবারের বিল্ডিং ও বসত ঘরের দরজা স্পর্শ করে প্রায় তিনশ গজ দীর্ঘ কাটাঁতারের বেড়া দিয়ে অবরুদ্ধ করে রাখা হয়েছে। বাড়ৈখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন বলেন, রনির কর্মকান্ডের ফল আগামী নির্বাচনে আওয়ামী লীগকে ভোগ করতে হবে। বাড়ৈখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম তালুকদার বলেল যে ভাবে অবরুদ্ধ করা হয়েছে তা সম্পূর্ণ অমানবিক। কাটাঁতারের বেড়া খুলে দেওয়ার জন্য রনিকে অনেকবার বলেছি কিন্তু রনি আমার কথায় কর্ণপাত করছেনা। এব্যাপারে বাড়ৈখালী ইউনিয়ন যুবলীগের সভাপতি রনি কাটাঁতারের বেড়া দেওয়ার বিষয়টি স্বীকার করে বলেন প্রতিপক্ষরা সালিশ না মানায় তিনি তার মামার সীমানায় বেড়া দিয়েছেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top