সকল মেনু

প্রধানমন্ত্রী রাজবাড়ী যাচ্ছেন

রাজবাড়ী, ২ নভেম্বর  : প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজবাড়ীর পাংশা সফর আসছেন। সফরকালে তিনি রেল যোগযোগসহ ১৬টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন এবং কয়েকটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এ ছাড়া বিকালে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী।Hasina

শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা থেকে হেলিকপ্টারে রওনা হয়ে পাংশা উপজেলার মডেল জর্জ পাইলট স্কুল মাঠে এসে নামবেন।

প্রধানমন্ত্রী সফরের শুরুতেই নবনির্মিত কালুখালী উপজেলা পরিষদ ভবন, কালুখালী-ভাটিয়াপাড়া রেললাইন, রাজবাড়ী শহররক্ষা বাঁধ, দৌলতদিয়া-মংলা সংযোগ সড়কসহ ১০টি প্রকল্পের উদ্বোধন করবেন। এ ছাড়া ৬টি নতুন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি।

বিকাল ৩টার দিকে দিকে পাংশা বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ভাষণ দেবেন শেখ হাসিনা।

এদিকে প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে পাংশার সবখানে এখন সাজ সাজ রব বিরাজ করছে। গুরুত্বপূর্ণ সড়ক এবং মোড়গুলো ছেয়ে গেছে ব্যানার, পোস্টার ও ফেস্টুনে। এ ছাড়া প্রধানমন্ত্রীর উপলক্ষে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top