সকল মেনু

আবার ৬০ ঘন্টার হরতাল সোমবার থেকে বুধবার

মেহেদী হাসান নিয়াজ ,ঢাকা,২ নভেম্বর: সংলাপে সরকারের সদিচ্ছা নিয়ে প্রশ্ন তুলে শনিবার নতুন এই কর্মসূচি ঘোষণা করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।01

একই দাবিতে গত সপ্তাহে টানা ৬০ ঘণ্টার হরতাল শেষে এই সপ্তাহেও তিনটি দিন যাচ্ছে হরতালে। ওই হরতালে সহিংসতায় সারাদেশে অন্তত ১৪ জন নিহত হয়।

বিএনপি চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে জোটভুক্ত দলগুলোর মহাসচিবদের বৈঠকের পর সংবাদ সম্মেলনে নতুন কর্মসূচি জানান মির্জা ফখরুল।

সংলাপ না হওয়ার জন্য সরকারকেই দায়ী করেন তিনি।

দল ও জোট নেতাদের বৈঠক করে হরতালের এই কর্মসূচি চূড়ান্ত করেন বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া।

প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ অব্যাহত থাকা নিয়ে অনিশ্চয়তার মধ্যে গত ২৯ অক্টোবর দলের নীতিনির্ধারক এবং ৩০ অক্টোবর ১৮ দলীয় জোটের শীর্ষ নেতাদের সঙ্গে  বৈঠক করেন তিনি।

এদিকে, নেতা-কর্মীদের গ্রেপ্তার  ও নির্যাতনের প্রতিবাদে শনিবার সারাদেশে উপজেলা পর্যায়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশের কর্মসূচি রয়েছে ১৮ দলের।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top