সকল মেনু

দু’পক্ষের সংঘর্ষে ,১জন নিহত ও আহত-৫, আটক-১

02 এসএস মিঠু ,জয়পুরহাট থেকে :  জয়পুরহাটে ধানকাটা নিয়ে দুপক্ষের মধ্যে সৃষ্ট সংঘর্ষে গুরুত্বর আহত ছয় জনের মধ্যে শুক্রবার বিকালে নূরুল হক (৪৭)নামে একজনের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কমকর্তা (ওসি) আব্দুর রশিদ তার এ মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।নিহত নূরুল হক একই উপজেলার হিচমি গ্রামের মৃত মজিবরের ছেলে। শুক্রবার সকালে জেলার জয়পুরহাট সদর উপজেলার বম্বু ইউনিয়নের সোটাহারÑধারকি গ্রামের মাঠে এ সংঘর্ষের ঘটনাটি ঘটে। এ ঘটনায় আরিফুল ইসলাম নামে আহত একজন কে আটক করেছে পুলিশ। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে,হিচমি বাজারের আমান উল্লাহ্র সাথে পার্শ্ববর্তী সোটাহারÑধারকি গ্রামের মোহাম্মদ আলী জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল।শুক্রবার সকালে বিরোধপূর্ন একটি জমির ধান কাটার জন্য আমান উল্লাহ্ তার লোকজন(শ্রমিক) সোটাহারÑধারকি গ্রামের মাঠে গেলে খবর পেয়ে প্রতিপক্ষ মোহাম্মদ আলী তার লোকজন নিয়ে তাদের বাধা দেয়। এতে দু’পক্ষের সংঘর্ষে উভয় পক্ষের ৬জন আহত হন।এদের মধ্যে নূরুল হক,মোজাহার আলী, আব্দুর রউফ, সানোয়ার হোসেন ও আটককৃত আরিফুল ইসলামকে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। আহত নূরুল হকের অবস্থার অবনতি ঘটলে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসাপাতালে স্থানান্তর করা হয়।বিকালে চিকিৎসাধীন অবস্থায় সেখানে তার মৃত্যু হয়েছে। এ রিপোর্ট লেখার সময় (সন্ধ্যা ৬টা)পর্যন্ত এ ব্যাপারে জয়পুরহাট থানায় কোন পক্ষ মামলা করেনি বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কমকর্তা (ওসি) আব্দুর রশিদ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top