সকল মেনু

মুফতি হারুন পনের দিন রিমান্ডে

আছাদুজ্জামান, হটনিউজ :  রাজধানীর মতিঝিলের হেফাজতের সমাবেশে সহিংসতার ঘটনায় দায়ের করা তিন মামলায় হেফাজত নেতা মুফতি হারুন এজহারকে পনের দিন রিমান্ডে নেয়ার অনুমতি দিয়েছেন আদালত। মামলার তদন্ত কর্মকর্তারা পল্টন থানার চার মাশলায় আসামি হারুনকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে দশ দিন করে চল্লিশ দিন রিমান্ডে নেয়ার আবেদন করেন। এসময় আসামির আইনজীবীরা রিমান্ড আবেদন বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মহানগর হাকিম এরফান উল্লাহ আসামাকি পনের দিন রিমান্ডে নেয়ার অনুমতি দেন। রিমান্ড আবেদনে বলা হয়, আসামি হারুনের নেতৃত্বে পল্টন এলাকায় পুলিশের ওপর আক্রমণ, পুলিশের কাজে বাধা ও গাড়ি ভাংচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটায়। এ ঘটনার সঙ্গে আর যারা জড়িত আছে তাদের খুঁজে বের করতে আসামিকে রিমান্ডে নেয়া জরুরি। গত ৫ মে হেফাজতের সমাবেশের দিন পল্টন এলাকায় আসামির নেতৃত্বে আসামিরা পুলিশের কর্তব্য কাজে বাধা, পুলিশের গাড়িতে আগুন, বিভিন্ন প্রতিষ্ঠানে আগুন দেয়। এ ঘটনায় পল্টন থানায় একাধিক মামলা হয়। এ মামলায় হারুন এজহারভূক্ত আসামি। মুফতি হারুনকে চট্টগ্রামের হাটহাজারীর ইছাপুর গ্রামের জালালি চৌধুরীর বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। মুফতি হারুণ ইজাহার চট্টগ্রামের নগরীর লালখান বাজার জামেয়াতুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসার পরিচালক। হারুন হেফাজতে ইসলামের তথ্য ও গভেষণা সম্পাদক ছিলেন। এদিকে হেফাজতের সমাবেশে সহিংসতার ঘটনায় দায়ের করা পৃথক তিন মামলায় ছাত্রদলের সাবেক সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুর জামিন ও রিমান্ড উভয় আবেদন নাকচ করে কারাগারে পাঠিয়েছেন আদালত।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top