সকল মেনু

ঝিনাইদহে ১৪৪ ধারা বিএনপির কেন্দ্রীয় কর্মসুচি পন্ড

download (1) সিরাজুল ইসলাম মল্লিক(ঝিনাইদহ):  ঝিনাইদহ শহরে অর্নিদষ্টকালের জন্য ১৪৪ ধারা জারী করায় ঝিনাইদহ জেলা বিএনপি বৃহস্পতিবার তাদের কেন্দ্রীয় কর্মসুচি পালন করতে পারেনি। ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী জালাল উদ্দীন জানান, বৃহস্পতিবার বেলা ১১টায় আওয়ামীলীগ ও বিএনপি একই স্থান ও সময়ে সমাবেশ ডাকায় আইনশৃঙ্খলা অবনতির আশংকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। বৃহস্পতিবার সকাল ৬ টা থেকে পরবর্তি নিদের্শ না দেওয়া পর্যন্ত সদর পৌর এলাকায় এ ১৪৪ ধারা বলবত রয়েছে। বুধবার রাত সাড়ে ১১টার দিকে ঝিনাইদহ জেলা প্রশাসনের পক্ষ থেকে এ ১৪৪ ধারা জারি করে শহরে মাইকিং করা হয়।ঝিনাইদহের জেলা প্রশাসক শফিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসাবে ঝিনাইদহ জেলা বিএনপি শহরে বিক্ষোব মিছিল ও সমাবেশের ডাক দেয়। অপর দিকে আওয়ামীলীগ দেশব্যাপী বিএনপি ও জামায়াতের ধ্বংসাত্মক কর্মসুচির বিরুদ্ধে দিনব্যাপী ঝিনাইদহ শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করার ঘোষনা দেয়। দুই দলের বিক্ষোভ সমাবেশকে কেন্দ্র করে শহরে আইনশৃংখলা পরিস্থিতির অবনতির আশংকা দেখা দেওয়ায় ১৪৪ ধারা জারি করা হয়। ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মসিউর রহমান ১৪৪ ধারা জারীর নিন্দা জানিয়ে বলেন, মুখে গনতন্ত্রর কথা বললেও হাসিনা দেশে স্বৈরতন্ত্র কায়েম করতে চাচ্ছে। তিনি জানান, এভাবে শেষ রক্ষা হবে না। তিনি অভিযোগ করেন, দেশের ৯০ ভাগ মানুষ হাসিনার বিরদ্ধে চলে গেছে। আর এ কথা গোয়েন্দাদের কাছ থেকে জেনেই গদি আকড়ে আছে হাসিনা ও কার মন্ত্রী এমপিরা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top