সকল মেনু

বিএনপি না এলেও সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে নির্ধারিত সময়েই নির্বাচন হবে : পররাষ্ট্রমন্ত্রী

Chandpur,01 শাহ মোহাম্মদ মাকসুদুল আলম, চাঁদপুর:  পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি এমপি বলেছেন, বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়াকে সংলাপের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে আহ্বান জানিয়েছেন সেই সংলাপের দ্বার এখনো উন্মুক্ত আছে। বিরোধী দলীয় নেত্রী যেদিন চাইবেন সে দিইন সংলাপ হতে পারে। পররাষ্ট্রমন্ত্রী আজ বৃহস্পতিবার সকালে চাঁদপুর সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। তিন দিনের সফরে পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি বর্তমানে তার নির্বাচনী এলাকা চাঁদপুরে অবস্থান করছেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বিএনপি নির্বাচনে না এলেও সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে নির্ধারিত সময়ে দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সাংবিধানিক সংকটের সুযোগে যে অসাংবিধানিক শক্তি ক্ষমতা দখল করে তার সুযোগ আমরা আর দিতে পারি না। মন্ত্রী আরো বলেন, অন্তবর্তীকালীন সরকার কবে গঠন হবে এবং এতে কারা কারা থাকবেন তা নির্ভর করছে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংলাপের উপর। মন্ত্রী তার সফরের প্রথম দিনে চাঁদপুরের খলিসাডুলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন করেন, মৈশাদী ইউনিয়ন ও শাহ মাহমুদপুর ইউনিয়নে বিশেষ ভিজিএফ’এর চাল বিতরণ করেন। এসময় তিনি বক্তব্য রাখতে যেয়ে আগামী নির্বাচনে নৌকা প্রতীকে আবারো ভোট দেবার আহ্বান জানান। চাঁদপুরের পুলিশ সুপার মোঃ আমির জাফর, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ নূরুল্লা নূরী, জেলা আ’লীগের সহ-সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান ইউছুফ গাজী, ভাইস চেয়ারম্যান নূরুল ইসলাম নাজিম দেওয়ান, আ’লীগ নেতা আলহাজ ওসমান গণি পাটওয়ারীও এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।

 

 

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top