সকল মেনু

ফরহাদ মজহারের বিরুদ্ধে জিডি

Farhad-0120131031004648.jpg.pagespeed.ce.xSYOqyYQnh নিজস্ব প্রতিবেদক, ঢাকা, ৩১ অক্টোবর:  বুধবার রাত ১০ টার দিকে লেখক ফরহাদ মজহারের বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করেছে পুলিশ। ঢাকা সাংবাদিক ইউনিয়নের কার্যনির্বাহী পরিষদের সদস্য অমিয় ঘটক এই জিডি করেছেন বলে জানা গেছে।

গণমাধ্যমের ওপর হামলা চালানোর উস্কানি দেওয়ার অভিযোগে বিতর্কিত এই লেখকের বিরুদ্ধে জিডিটি করা হয়েছে।

তেঁজগাও থানার উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন জানান, জিডিতে বলা হয়েছে বেসরকারি একটি টিভি চ্যানেলে ফরহাদ মজহার গণমাধ্যমের ওপর হামলা হওয়া উচিত বলে উস্কানিমুলক বক্তব্য দিয়েছেন। তার এই বক্তব্যে সারা দেশে সাংবাদিকদের উপর হামলা হতে পারে। এই জিডির মাধ্যমে উস্কানিমুলক বক্তব্য আর না দিতে ফরহাদ মজহারকে সতর্ক করা হয়েছে।

উল্লেখ্য, গত রোববার রাতে বিএনপির নেতৃত্বে ১৮ দলীয় জোটের আহূত হরতালের প্রথমদিনে একটি বেসরকারি টিভি চ্যানেলের টক শোতে অংশ নিয়ে ফরহাদ মজহার বলেছিলেন, সাংবাদিকেরা একদেশদর্শী ভূমিকা পালন করায় সন্ত্রাসী কর্মকান্ড বাড়ছে। এ কারণে গণমাধ্যমের ওপর হামলার বিষয়টি অনিবার্য হয়ে উঠেছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top