সকল মেনু

সেঞ্চুরি হলো না মুশফিকের

musfiq-M20131029103320.jpg.pagespeed.ce.BqBGZHITSU শানজানা জামান, মিরপুর থেকে, ২৯ অক্টোবর:  সেঞ্চুরি হলো না অধিনায়ক মুশফিকুর রহিমের। নার্ভাস নাইনটিজে গিয়ে উইকেট খোয়ালেন তিনি। ৩৭ তম ওভারে এসে ৯৩ বলে তার সংগ্রহ ৯০ রান। একই ওভারে ১ রানে প্যাভিলিয়নে ফেরেন নাসির হোসেন। এদিকে নাঈম ইসলাম অপরাজিত রয়েছেন ৬৮ রানে। ৯৫ বল মোকাবেলা করে তার এই সংগ্রহ। এই ম্যাচে ডান হাতি নাইম ক্যারিয়ারে তার চতুর্থ অর্ধশতক যোগ করেন। নিউজিল্যান্ডের বিপক্ষে টস হেরে ব্যাট করতে নামে বাংলাদেশ। এ রিপোর্ট লেখা পর্যন্ত ৩৭ ওভারে বাংলাদেশ ৫ উইকেটে সংগ্রহ করেছে ১৮৫ রান।নিউজিল্যান্ডের বিপক্ষে টসে হেরে ব্যাটিং করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। দলীয় ১৩ রানে টিম সাউদির বলে এলবিডাব্লিউর ফাঁদে পড়ে সাজঘরে ফিরে যান দেশসেরা ওপেনার তামিম ইকবাল (৫)।স্কোরবোর্ডে ৪ রান যোগ হতেই টেস্ট সিরিজের সেরা মুমিনুল রান আউটের শিকার হয়ে  ভিলিয়নের পথ ধরেন। আনামুলের সাথে ভুলবুঝাবুঝিতে এক বল না খেলেই ফিরতে হয় মুমিনুলকে। টেস্ট সিরিজের ধারাবাহিক ব্যর্থ আনামুল ওয়ানডেরও শুরুটা ভালো করলেও বেশীক্ষণ ক্রিজে থাকতে পারেনি। টিম সাউদির দ্বি¦তীয় শিকারে পরিণত হন তিনি। ব্যক্তিগত ১৩ রানে স্পিলে নাথান ম্যাকাকালামের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরেন আনামুল। বাংলাদেশ একাদশ, মুশফিকুর রহিম (অধিনায়ক), মাহমুদউল্লাহ রিয়াদ (সহ-অধিনায়ক), আনামুল হক, তামিম ইকবাল, নাসির হোসেন, আবদুর রাজ্জাক, নাঈম ইসলাম, সোহাগ গাজী, রুবেল হোসেন, মমিনুল হক ও মাশরাফি বিন মর্তুজা। দ্বাদশ- জিয়াউর রহমান

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top