সকল মেনু

প্রথম ওয়ানডে, দুপুরে কিউইদের প্রতিপক্ষ বাংলাদেশ

xBangladesh-0120131029002803.jpg.pagespeed.ic.wib9agZbH- স্পোর্টস রিপোর্টার, ঢাকা, ২৯ অক্টোবর:  নিউজল্যান্ড ও বাংলাদেশের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ মঙ্গলবার দুপুর দেড়টায় মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। বেসরকারি স্যাটালাইট চ্যানেল গাজী টিভি ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে। নিজেদের মধ্যকার ২২তম লড়াইয়ে দুপুরে মাঠে নামছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। এর আগের ২১ বারের মুখোমুখিতে বাংলাদেশের ৫ জয়ের বিপরীতে নিউজিল্যান্ডে জয় ১৬টি। দুই দলের সর্বশেষ সিরিজ অনুষ্ঠিত হয় ২০১০ সালে বাংলাদেশের মাটিতে। পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ টাইগাররা ৪-০ ব্যবধানে জিতে নেয়। সিরিজের দ্বিতীয় ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়।

তবে সব বারের চেয়ে এবার টাইগারদের লক্ষ্য ভিন্ন। টেস্ট সিরিজ ড্রয়ের পর ওয়ানডে জয়ের স্বপ্ন দেখছে টাইগাররা।

টাইগার দলপতি মুশফিকুর রহিম সোমবার সংবাদ সম্মেলনে বলেন, ‘টেস্ট সিরিজ জিততে না পারায় আক্ষেপ রয়েছে তাদের। কিন্তু সিরিজে তাদের ব্যক্তিগত ও দলগত সাফল্য ভালো। তবে ওয়ানডে সিরিজ নিয়ে সবাই বেশ আত্মবিশ্বাসী। ওয়ানডে ক্রিকেটে নিজেদের মাটিতে আমরা বেশ ভালো দল। যদি নিজেদের মতো খেলতে পারি তাহলে আমরা সিরিজ জিততে পারবো।’

প্রথম ম্যাচে পরিকল্পনা নিয়ে মুশফিক বলেন,‘সিরিজের প্রথম ম্যাচেই এগিয়ে যেতে চাই। আমাদের চেষ্টা থাকবে নিয়মিত বিরতিতে উইকেট নেয়া। এছাড়া দলের তিন নম্বরের পজিশনে এমন কাউকে সেট করা যিনি এখানে দীর্ঘদিন খেলতে পারবেন। কারণ তিন নম্বর খুব গুরুত্বপূর্ণ একটি পজিশন।’

এছাড়া দলে নুতন মুখ আলআমিন প্রথম ম্যাচে সুযোগ নাও পেতেও পারেন। রুবেলের সঙ্গী হতে পারেন চোট কাটিয়ে দলে ফেরা মাশরাফি বিন মর্তুজা। অপরদিকে সফরকারী নিউজিল্যান্ড শেষ সফরের প্রতিশোধ নিতে প্রস্তুত। দলে যোগ দিয়েছেন পেসার কাইল মিলস ও টিস সাউদি। এছাড়া অধিনায়কের ভাই নাথান ম্যাককালাম।

ম্যাককালামের ভাষায়,“৪-০ ব্যবধানটা এখনো মনে আছে। সেবার বাংলাদেশ অসাধারণ খেলে জয় পায়। সিরিজের জন্যে যতটুকু প্রস্তুতির প্রয়োজন ছিলো সেটা আমরা পাইনি। আমরা এখন অনেক উন্নতি করেছি। এখন আমরা ওয়ানডে দল হিসেবে যথেষ্ট ভালো আর আমাদের হারানো খুব কঠিন হবে। আমরা তিন ম্যাচের এই সিরিজ জিততে চাই।”

আজকের প্রথম ওয়ানডে যেই দল জয় পাবে সিরিজ জয়ে এক পা এগিয়ে যাবে সেই দল। সিরিজের অপর দুটি ম্যাচ ৩১ অক্টোবর মিরপুর এবং ৩ নভেম্বর ফতুল্লায় অনুষ্ঠিত হবে। সফরের একমাত্র টি-২০ ম্যাচ ৬ নভেম্বর মিরপুরে অনুষ্ঠিত হবে।
ওয়ানডে স্কোয়াড : মুশফিকুর রহিম (অধিনায়ক), মাহমুদউল্লাহ রিয়াদ (সহ-অধিনায়ক), আনামুল হক, তামিম ইকবাল, সাকিব আল হাসান, নাসির হোসেন, আবদুর রাজ্জাক, নাঈম ইসলাম, সোহাগ গাজী, রুবেল হোসেন, মমিনুল হক, মাশরাফি বিন মর্তুজা, আল আমিন হোসেন, শামসুর রহমান ও জিয়াউর রহমান।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top