সকল মেনু

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৪২তম মৃত্যুবার্ষিকী পালন

  সিরাজুল ইসলাম মল্লিক(ঝিনাইদহ):  ঝিনাইদহের মNasir uddin Moheshpur Hamidur Picture 28.10.2013হেশপুরে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৪২ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নিজ এলাকায় নানা কর্মসূচী পালন করা হয়েছে। সোমবার সকালে মহেশপুর উপজেলার খালিশপুর বাজারে সরকারি বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান কলেজে আলোচনা সভা, দোয়া মাহফিলের আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য শফিকুল আজম খান চঞ্চল। সরকারি বীরশ্রেষ্ট হামিদুর রহমান ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো: রফিউদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে মহেশপুর উপজেলা চেয়ারম্যান ময়জুদ্দিন হামিদ, মহেশপুর উপজেলা নির্বাহী অফিসার নাসিমা খাতুন, মহেশপুর থানার অফিসার ইনচার্জ আকরাম হোসেন, হামিদুর রহমানের ছোট ভাই ফজলুর রহমান প্রমুখ।
উল্লেখ্য ঝিনাইদহের মহেশপুর উপজেলার খোর্দ্দখালিশপুর গ্রামের ছেলে হামিদুর রহমান ১৯৭১ সালের ২৮ অক্টোবর মৌলভীবাজারের কমলগঞ্জ উপঝেলার ধলই চা বাগানে তৎকালীন ইবিআর ক্যাম্প এলাকায় সম্মুখযুদ্ধে মরণপন লড়াই করে পাকিস্তানি বাহিনীর বুলেটে মারা যান। এবং তাকে বীরশ্রেষ্ট উপাধীতে ভুষিত করেন সরকার।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top