সকল মেনু

জয়পুরহাটে হরতালে বিএনপি-জামায়াত ও আ”লীগের সংঘর্ষ

0123 এসএস মিঠু , জয়পুরহাট থেকে :  সোমবার হরতালের দ্বিতীয় দিনে জয়পুরহাট শহরের জিরো পয়েন্টে সকাল ১১টা থেকে ১টা পর্যন্ত হরতাল সমর্থক বিএনপি-জামায়াতের সাথে হরতাল বিরোধী আওয়ামী লীগ ও পুলিশের ত্রি-মুখী দফায় দফায় সংর্ঘষে বিএনপি দলীয় এমপি ইঞ্জি: গোলাম মোস্তফা সহ প্রতিদ্বন্দ্বি দু’দলের কমপক্ষে ২০জন আহত হয়েছে। এদের মধ্যে অন্তত: ৩ জন গুলিবিদ্ধ হয়েছে। আহতদের মধ্যে বিএনপি দলীয় এমপি ইঞ্জি: গোলাম মোস্তফা, গুলিবিদ্ধ আওয়ামীলীগ সমর্থক আজিজুল,স্বেচ্ছাসেবক দলের নেতা বকুলকে জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে ২জনকে আটক করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত জয়পুরহাট পৌর এলাকায় ১৪৪ধারা জারি করেছে জেলা প্রশাসন। সকাল থেকে হরতাল সমর্থকরা শহরের জিরো পয়েন্টে পিকেটিং,মিছিল সমাবেশ করতে থাকে। সকাল সাড়ে ১১টায় আওয়ামীলীগ দলীয় কার্যালয় থেকে একটি হরতাল বিরোধী মিছিঁল নিয়ে জিরো পয়েন্টের দিকে অগ্রসর হলে দু’পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা শুরু হয়। এ সময় ওই এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রনে পুলিশ শতাধিক রাউন্ড টিয়ার সেল ও রবার বুলেটে ছুড়ে। এ অবস্থায় সোমবার সকাল সাড়ে ১১ টা থেকে মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত জয়পুরহাট পৌর এলাকায় প্রশাসন ১৪৪ধারা জারি করে। শহরে অতিরিক্ত পুলিশ,র‌্যাব ও বিজিবি মোতায়েন করা হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top