সকল মেনু

সাঈদীর মামলার বাদী মাহাবুবের বাড়িতে হামলা

images (2) কবির হোসাইন ,পিরোজপুর:  জামায়াত নেতা সাঈদীর মামলার বাদী মাহাবুবুল আলমের বাড়ি ভাংচুর করেছে হরতালকারীরা। এ সময় হামলা থেকে রক্ষা পায়নি পানীয় ব্যবস্থাসহ খাবার দাবারও। গুড়িয়ে দেয়া হয়েছে বাসার সকল মালামাল।   সোমবার সকাল ৯ টার দিকে কয়েকশত হরতালকারী জিয়ানগরের উমেদপুরে মাহাবুবের বাড়িতে ঢুকে পড়ে। তাদের আসতে দেখে মাহাবুব তার টিনসেড বিল্ডিং এর দরজা বন্ধ করে পরিবারের সকলকে নিয়ে দোতলায় উঠে পড়েন। কিছু বুঝে উঠার আগেই তারা ঘরের সামনের দরজা ভেঙ্গে ঢুকে পড়েন। তারপর শুরু হয় ভাংচুর। প্রায় ঘন্টাখানেক ধরে চলে ভাংচুর। খাট, টেবিল , সোফা, ফ্যান, টিভিসহ সকল ইলেকট্রিক জিনিস ভেঙ্গে গুড়িয়ে দেয় হালাকারীরা। বাদ যায়না ধান, চাল সহ খাবার পানি। ভেঙ্গে ফেলা হয় বাথ রুমের যাবতীয় ফিটিংস সহ পানির টিউবয়েল। দরজা, জানালা ও টয়লেটও ভেঙ্গে ফেলা হয়। এ সময় মাহাবুবের পরিবার ভীত সন্ত্রস্থ হয়ে পড়েন। তবে এ সময় তারা সকলে দোতলায় থাকায় প্রানে বেচে যান মাহাবুব ও তার পরিবার।দোতলায় বসেই মাহাবুব ফোন করেন পাড়েরহাট নৌ-পুলিশ ফারিতে। পুলিশ আসতে আসতে হামলাকারীরা পালিয়ে যায়। মাহাবুবুল আলম জানান, এলাকার অনেক পরিচিত লোকসহ বিএনপি জামায়াতের কয়েকশ নেতাকর্মী তার বাড়িতে হামলা চালায়। পুলিশকে খবর দিলেও পুলিশ আসতে দেরী করে বলে তিনি অভিযোগ করেন। জিয়ানগর উপজেলার পাড়েরহাট পুলিশ ফারির ইনচার্জ সান্টু রঞ্জন সরকার জানান, তারা হরতাল ডিউটিতে ছিলেন। খবর পাওয়া মাত্র তারা মাহাবুবের বাড়ি উপস্থিত হন। তারা পৌছার আগেই হামলাকারীরা পালিয়ে যায়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top